কাঁচের মতো ফর্সা ত্বক পান মাত্র ৫ মিনিটে, উজ্জল দাগমুক্ত ফর্সা ত্বক

অজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ ১টি রেমেড়ি যা ত্বককে দুর্দান্ত ভাবে ফর্সা করে তুলবে।
আর এটি ত্বক হতে সমস্ত ধরণের কালো দাগছোপকে দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে এত ফর্সা , উজ্জল ও গ্লোয়িং করে তুলবে যা দেখে আপনি নিজেই অবাক হবেন ।
আপনাদের জানিয়ে দিই এটি খুব সহজ ১টি রেমেড়ি যা মাত্র কয়েকটি উপাদান দিয়ে তৈরি ,আর এটিকে ব্যবহার করার পদ্বতিও খুবই সহজ ।


চলুন তাহলে এই কার্যকরি রেমেড়িটি কি কি উপাদান দিয়ে তৈরি করবেন ও ব্যবহার করবেন তা দেখে নিই দিয়ে তৈরি করবেন ।
প্রয়োজনীয় উপাদানঃ
১ চামচ চালের গুড়া

চালের গুঁড়ার উপকারিতা ও ব্যবহার জেনে নিন

১ চামচ মুলতানি মাটি
২ চামচ টকদই
৩ চামচ টমেটো পেষ্ট
তৈরি করার প্রণালিঃ
টমেটোর পেষ্ট তৈরির জন্য ২ টি পরিষ্কার পাকা টমেটো নিন । তারপর টমেটো ২টিকে টুকরো করে নিন ।

চুলের যত্নে টমেটো

টুকরো করা হয়ে গেলে ১ টি ব্লেন্ডারের সাহায্য ব্লেন্ড করে পেস্ট তৈরি নিন ।

এরপর ১টি বাটিতে সব উপাদান নিয়ে নিয়ে নিন ।
সব উপাদান নেয়ার পর একসাথে মিশিয়ে নিন ।
ব্যবহার করার নিয়মঃ
সব উপাদান মিশে আসার পর ১ ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুণ ,
এপ্লাই করার পর ১৫মিনিট অপেক্ষা করুণ।

মুখ ধুয়ে নিন

১৫ মিনিট পর আপনার ত্বক ধুয়ে ফেলুন ।
এটি ব্যবহারের পর দেখতে পাবেন আপনার ত্বক আগের চেয়ে ফর্সা হয়ে এসেছে ।ত্বককের উজ্জতা ধরে রেখে ত্বককে ফর্সা করতে এই ফেসপ্যাকটি এপ্লাই করুন ।

Leave a Comment