আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ৫ মিনিটে রুক্ষ শুষ্ক কালো ঠোঁটকে নরম ও গেলাপি বানানোর সহজ উপায় । এই প্যাকটি মেয়েদের ঠোঁটকে গোলাপি বানানোর সাথে সাথে ছেলেদের জন্যও উপকারী। ছেলেরা যদি ধূমপান করার কারণে ঠোঁট কালো হয়ে যায় তাহলে এই উপায়টি আপনার কালো ঠোঁটকে গোলাপি করে তুলবে।
বন্ধুরা ,চলুন তাহলে কিভাবে আপনার রুক্ষ-শুস্ক কালো ঠোঁটকে গোলাপি সুন্দর ও নরম বানাবেন তা দেখে নেওয়া যাক।
কালো ঠোঁট গোলাপি করার উপায়টি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
১। অর্ধেক – বিটরুট
২। এক চামচ – জেলেটিন পাউডার
কালো ঠোঁট গোলাপি করার সহজ উপায়টি প্রস্তুত প্রণালীঃ
- বিটরুটের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন।
- ব্লেন্ড করার পর ছাকনির সাহায্যে রস বের করে নিন ।
- রস বের করার পর একটি পরিষ্কার বাটির মধ্যে ঢেলে নিন।
- এরপর বিটরুটের রসের সাথে জেলেটিন পাউডার ভালো করে মেশিয়ে নিন।
- জেলেটিন পাউডার মেশানোর পর একটি পাত্রে গরম পানি নিয়ে এর মধ্যে কাঁচের বাটিটি বসিয়ে দিন ।
- এরপর সব উপাদান ভালো করে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত গরম করে নিন।
- গরম পানির থেকে নামানোর পর 30 মিনিট মতো ঠাণ্ডা হতে দিন ।
- এই মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে আপনারা ঠোঁটের উপর আস্তে আস্তে লাগিয়ে নিন ।
- এই মিশ্রণটি লাগানোর পর আরও 20 মিনিট মতো আপনার ঠোটের উপর রেখে দিন ।
- 20 মিনিট পর বিটরুট ও জেলাটিন পাউডার এর একটি আবরণ ঠোঁটের উপর লেগে যাবে যেটিকে আপনারা আস্তে আস্তে তুলে নিবেন ।
এই মিশ্রণটি যদি আপনারা সপ্তাহে একবার ব্যবহার করেন তাহলে আপনারা খুব ভাল ফলাফল পাবেন । বন্ধুরা , এটি আপনারা একবার হলেও বাড়িতে ব্যবহার করে দেখবেন তাহলে অবশ্যই ভাল ফলাফল পেয়ে যাবে।