আমরা সবাই আমাদের মুখের রংকে উজ্জ্বল ও ফর্সা করার জন্য কত কিছুই না করে থাকি। অনেক সময় এসব কিছু আমাদেরকে কাংকিত ফলাফল দেয় না, যার কারণে আমরা ত্বক নিয়ে খুব বেশি আপসেট থাকি । বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি দুর্দান্ত কার্যকর ঘরোয়া পদ্ধতিশেয়ার করব যেটি ব্যবহার করলে আপনি কোন সাইড ইফেক্ট ছাড়াই ইনস্ট্যান্ট ফলাফল পেয়ে যাবেন। তাছাড়াও আপনার ত্বকে যদি কোন ধরণের দাগছোপ থাকে, ত্বক রুক্ষ-শুষ্ক হয় , তবে এই পদ্ধতিটি আপনার ত্বকের দাগছোপ ও রুক্ষশুষ্কতাকে দূর করে ত্বককে করে তুলবে উজ্জ্বল ,গ্লোয়িং ও ফর্সা। এই পদ্ধতিটি ব্যবহারে ত্বক এতই ফর্সা ও টাইট হবে যে আপনি পার্লার যাওয়া ভুলে যাবেন।
ফেইস প্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে
১ চামচ গোলাপের পাপড়ি গুড়া নিব।
Note : আপনারা গোলাপের পাপড়ি গুড়া যে কোন কসমেটিকের দোকানে পাবেন ।
২ চামচ টক দই।
দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি 5 ত্বক হতে কালোদাগ,বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে।
১ চামচ ময়দা।
ময়দা ত্বকের প্রতিটি প্রোসে প্রবেশ করে ত্বককে
দূর্দান্তভাবে ফর্সা করবে।
ও ১ চামচ মধু।
মধুর
অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও
অন্যান্য ব্যাক্টেরিয়ার হাত থেকে ত্বককে রক্ষা করবে।
এবার উপাদানগুলোকে মিক্স করে নিন।

গুলাপের পাপড়ি গুড়া আমাদের
ত্বককে খুব ভালভাবে হাইড্রেড আর ময়েশ্চারাইজ করে, যার ফলে আমাদের ত্বক হেলদি হয় ও রং ফর্সা হয় এবং ত্বকে অসাধারণ একটি ইয়ংগার লোকিং আসে।
সবগুলো উপাদান ভাল করে মিক্স হয়ে গেলে ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে apply করে নিন ।

প্যাকটি
মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে এটি ত্বকের মধ্যে পুরুপুরি শুকিয়ে নিন
। প্যাকটি মুখে
থাকা অবস্থায় কারো সাথে কথা বলবেন না ।
এটি পুরুপুরি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।