চুলের নানা ধরনের সমস্যা রয়েছে । কারো চুল পড়ে , কারো খুশকির সমস্যা, কারো কারো চুল লম্বা হয় না এবং অনেকেই চুলের যত্ন নেবার জন্য সঠিক রেমেডি খুঁজে না পাওয়ার কারণে চুলের যত্ন নিতে পারে না।
আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের এই সবগুলো সমস্যা একসাথে দেখা যায়। যাদের এই সবগুলো সমস্যা একসাথে রয়েছে, তাদের চুলের ব্যাপারে অনেক বেশি যত্নবান হওয়া উচিত ।
আজ আমি আপনাদের সাথে মাত্র ২ টি উপাদান দিয়ে তৈরি পাঁচটি হেয়ার প্যাক শেয়ার করছি, এই হেয়ার প্যাকগুলো ব্যবহার করার মাধ্যমে চুল পড়া বন্ধ করতে পারবেন,খুশকি দূর করতে পারবেন , চুল বৃদ্ধি করতে পারবেন এবং নিয়মিত চুলের যত্ন নিতে পারবেন ।
চলুন , এই প্যাকগুলো কিভাবে তৈরি ও এপ্লাই করতে হবে তা দেখে নিই ।
খুশকি দূর করার হেয়ার প্যাক-১
এই হেয়ার প্যাকটি ব্যবহারে চুলের খুশকি দূর হয়ে যাবে । যাদের চুলের খুশকির সমস্যা রয়েছে তারা এই হেয়ার প্যাক ট্রাই করতে পারেন ।
উপাদানঃ
১ কাপ চিনি ও
১ কাপ ক্যাস্টর অয়েল
ব্যবহারঃ
প্রথমেই চিনি এবং ক্যাস্টর অয়েল একসাথে মিশিয়ে নিন ।
এরপর এটি নিয়ে স্কাল্পের মধ্যে 5 মিনিট ম্যাসাজ করতে হবে ।
এরপর চুল ধুয়ে নিন ।
চুল পড়া বন্ধ করার হেয়ার প্যাক-২
উপাদানঃ
৪ চামচ আদার রস ও
২ চামচ অলিভ অয়েল
ব্যবহারঃ
প্রথমে একটি আদা নিয়ে এটিকে গ্র্যান্ড করে ছাঁকুনির সাহায্যে ছেঁকে এর রস বের করে নিতে হবে ।
এরপর একটি পাত্রে আদার রস এবং অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
এরপর একটি কটন প্যাডের সাহায্যে এটি স্ক্যাল্পে এপ্লাই করে নিন ।
এটি স্ক্যাল্পে এপ্লাই করার পর 10 মিনিট রেখে দিন ।
10 মিনিট পর চুল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন ।
চুল স্মোথ ,শাইনি ও সিল্কি করার হেয়ার প্যাক-৩
উপাদানঃ
২ চামচ মুলতানি মাটি ও
৪ চামচ কাঁচা তরল দুধ
ব্যবহারঃ
একটি পাত্রে মুলতানি মাটি এবং কাঁচা তরল দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ।
খুব ভাল স্মোথ পেষ্ট তৈরি হওয়ার পর্যন্ত মিশাতে হবে ।
এরপর একটি ব্রাশের সাহায্যে চুলের মধ্যে এটিকে এপ্লাই করে নিন ।
এটি এপ্লাই করার পর 10 মিনিট রেখে দিন ।
তারপরে পরিষ্কার শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন ।
চুলের যত্ন নেওয়ার হেয়ার প্যাক-৪
উপাদানঃ
১ চামচ মধু ও
১ চামচ এলোভেরা জেল
ব্যবহারঃ
মধু এবং অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে নিতে হবে।
এবার এটিকে কটন প্যাড এর সাহায্যে এপ্লাই করে নিন ।
এরপর এটি নিয়ে স্কাল্পের মধ্যে 5 মিনিট ম্যাসাজ করতে হবে ।
এরপর চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে ।
হেয়ার গ্রোথ করার হেয়ার প্যাক-৫
উপাদানঃ
২ চামচ অলিভ অয়েল ও
২টি ভিটামিন-ই
ব্যবহারঃ
প্রথমে অলিভ অয়েলের সাথে ভিটামিন ই মিশিয়ে নিন ।
এবার এটিকে কটন প্যাড এর সাহায্যে এপ্লাই করে নিন ।
এটি এপ্লাই করার পর 15 মিনিট অপেক্ষা করবেন ।
15 মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে ।
নোটঃ
১। হেয়ার প্যাকগুলোকে আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন ।
২। মধু ব্যবহার করার সময় খাঁটি মধু ব্যবহার করবেন ।
৩। প্রয়োজনে উপাদানের অনুপাত ঠিক রেখে উপাদান বাড়িয়ে ও কমিয়ে নিতে পারবেন ।
চুলের সমস্যা দূর করার জন্য এই হেয়ারপ্যাক নিয়মিত ব্যবহার করুন ।