মাত্র ২ দিন ব্যবহার করেই আপনার চুল পড়া ১০০% বন্ধ হয়ে যাবে |

আজ কাল অনেকেরেই অভিযোগ থাকে চুল পাতলা হয়ে যাচ্ছে । কিন্তু আমরা কেউ এটা ভাবি না চুল পড়ার জন্য চুল নয় আমরা নিজেরাই দায়ী । আমরা প্রায় মাথায় তৈল বা জেল দিয়ে আমাদের কর্মক্ষেত্রে চলে যায় । এই কাজটি আমাদের চুল পড়ার পেছনে অনেক বড় কারণ । আজ আমি আপনাদের খুব সহজে একটি তৈল বানানোর উপায় শেয়ার করব এটি ব্যবহার করলে আপনি খুব কম খরচে আপনার চুলের অনেক বেশি যত্ন নিতে পারবেন ।

তো বন্ধুরা, চলুন এই উপায়টি কি তা দেখে নেওয়া যাক

  • এই রেমিডিটি তৈরি করার জন্য ৩ টি পেঁয়াজ ও ৫-৬ টি পেয়ারা পাতা নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। 
চুল পড়া বন্ধ করার তেল

পেঁয়াজের রস স্কাল্পে নতুন চুল গজানোর জন্য ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। পেঁয়াজের রস ব্যবহারের ফলে নতুন চুল গজানোর সাথে সাথে চুলপড়া যেমন কমবে , তেমনি চুলের গোড়াও শক্ত হবে।আর খুশকি দূর করার জন্য পেঁয়াজের রস সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে কাজ করে।    

এখন এই অয়েলটি তৈরি করার জন্য একটি পাত্র চুলায় দিয়ে পাত্রের মধ্যে

  • ১ কাপ নারিকেল তৈল নিন।

তৈল গরম হয়ে এলে এর মধ্যে পেয়ারা পাতা কুচি দিয়ে দিব।

নতুন চুল গজানোর উপায়
নতুন চুল গজানোর উপায়

হালকা আঁচে রেখে কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি দিয়ে দিন ।

মেয়েদের চুল পড়া রোধে করণীয়
মেয়েদের চুল পড়া রোধে করণীয়

পাতা ও পেঁয়াজ  বাদামি রং ধারণ করলে এটিকে নামিয়ে ঠান্ডা করে নিন।

এটি ঠান্ডা হবার পর ছেঁকে নিন।

চুলের যত্ন

এবার তৈলটি ব্যবহার করার জন্য পুরুপুরি তৈরি । আমি ১ বার ব্যবহার করার জন্য এই তৈল তৈরি করেছি । আপনারা পরিমাণে বেশি তৈরি করে এটি স্টোর করে রেখে ১ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

ঘরে বসে চুল লম্বা করার উপায়
ঘরে বসে চুল লম্বা করার উপায়

বন্ধুরা , এই তৈলটি মাথার মধ্যে লাগিয়ে স্কাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। এটি আপনাদেরকে 10 মিনিট মত ম্যাসাজ করতে হবে। এইভাবে 10 মিনিট ম্যাসাজ করার পর এটিকে মাথার মধ্যে ১ ঘন্টার জন্য রেখে দিন।

চুলের সমস্যা দূর করার উপায়
চুলের সমস্যা দূর করার উপায়

১ ঘন্টা পর আপনাদের ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।  

Leave a Comment