ধুলো-ময়লা, প্রখর রোদ ও দূষণের কারণে মুখের ত্বকে দেখা দেয় পিগমেন্টেশনের সমস্যা। এছাড়া ব্রণ বা অন্য যেকোন কারণেও ত্বকে দাগ হতে পারে।
বলা যায়, ত্বককে সাধারণ দাগছোপ সমস্যার মধ্যে পড়তেই হয়। তবে সতর্ক থাকতে হবে, এ দাগ যেন মুখে স্থায়ী হয়ে না যায়।

যদি প্রাথমিক অবস্থায় দাগের ধরন নির্ধারণ করা সম্ভব হয়, তবে তা দূর করা যাবে সহজেই। এর জন্য খুব বেশি কাঠখড় পোড়ানোরও প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা নিত্যপ্রয়োজনীয় উপকরণ থেকেই মিলবে এর সমাধান।

রান্নাঘরে থাকা উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলেই দূর হবে ত্বকের কালো দাগ ।
চলুন জেনে নিই রান্না ঘরে থাকা কোন কোন উপাদান কিভাবে ব্যবহার করে ত্বকের কালো দাগ দূর করা যাবে ।
ত্বকের কালো দাগ দূর করার উপায়
Step = 1
উপকরণঃ

কাঁচা তরল দুধ
ব্যবহার করার নিয়মঃ
এই উপকরণটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কাঁচা তরল দুধ ।
এরপর একটি আইসবারে দুধ দিয়ে ফ্রিজে রেখে বরফ করে নিন ।
এরপর দুধআইস দিয়ে মুখে ৩-৫ মিনিটি ম্যাসাজ করুন ।

ম্যাসাজ করার ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন ।
Step =2
উপকরণঃ
২ চামচ চারকুল পাউডার
অল্প পরিমাণে পানি

আধা চামচ চিনি
ব্যবহার করার উপায়ঃ
একটি বাটিতে চারকুল পাউডার , অল্প পরিমাণে পানি ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করে নিন ।
এপ্লাই করার পর ৩০ মিনিট অপেক্ষা করুন ।

৩০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন ।
নোটঃ
এই রেমেডিটি সপ্তাহে ৩ দিন করে ১ মাস ব্যবহার করুন । ত্বকের কালো দাগ খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ।