ত্বককে সবাই সুন্দর আর উজ্জ্বল রাখতে চাই। কিন্তু সময়ের কারণে আমরা ত্বকের যত্ন নিতে পারিনা । সে কারণে ত্বক মলিন হয়ে পড়ে যা নিয়ে আমরা চিন্তায় থাকি ।
তবে আমরা চাইলে খুব অল্প সময় ব্যয় করে ঘরেই নিজের ত্বকের যত্ন নিতে পারি ।

ঘরে নিজের ত্বকের যত্ন নেবার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কার্যকর ১টি রেমেডি ।
এটি ব্যবহারে ত্বকের মলিনতা দূর হবে ও ত্বক উজ্জ্বল হবে ।
চলুন রেমেডিটি তৈরি করে নিই ।
রেমেডিটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

২ চামচ আলুর পেষ্ট
১ চিমটি জাফরান ও

১ চামচ টকদই
রেমেডিটি তৈরি ও ব্যবহারের নিয়মঃ
সবার প্রথমে ১ টি পরিষ্কার বাটি নিন।
এর মধ্যে আলুর পেষ্ট , জাফরান ও টকদই একসাথে নিয়ে উপাদান গুলো ভালভাবে মিশিয়ে নিন।

সব উপাদান মিশে আসার পর ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুণ ।
এপ্লাই করার পর ২০ মিনিট অপেক্ষা করুণ।
প্যাকটি মুখে শুকিয়ে এলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
নোটঃ

ফর্সাকারি রেমেডিটি সপ্তাহে ৩ দিন করে ব্যবহার করতে পারবেন ।