ত্বককে সুন্দর ও সুস্থ্য রাখার জন্য আমাদের প্রতিদিন ১ বার হলেও ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার। নিয়মিত ত্বক ময়শ্চারাইজ করলে ত্বক মসৃণ ও কোমল থাকে । বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ইফেক্টিভ একটি রেমেড়ি শেয়ার করব। এই রেমেড়িটি ত্বকে ন্যাচারাল একটি পরিবর্তন নিয়ে আসবে ।
ময়শ্চারাইজার কি?
ময়শ্চারাইজার মানে হচ্ছে ত্বকের বাইরের আবরণের উপর একটি রক্ষাকারী আবরণ তৈরি করা যা ত্বককে নরম ও কোমল রাখে। এছাড়াও ময়শ্চারাইজার ত্বকের গভিরে প্রবেশ করে ত্বকের বাষ্পীভবনকে হ্রাস করে ত্বকের জলয়োজনকে (হাইড্রেশন) বৃদ্ধি করে ।
ত্বক ময়শ্চারাইজ করে ত্বক মসৃণ করার উপায়ঃ
প্রয়োজনীয় উপাদানঃ
- অ্যালোভেরা – ১ টুকরো

- মধু – ১ চামচ
ধাপঃ
- ত্বক ময়শ্চারাইজ করার জন্য প্রথমে একটি অ্যালোভেরা টুকরো নিয়ে এর উপরের আবরণ (এলোভেরার ছামড়া) তুলে নিন।
- এবার অ্যালোভেরার উপর ১ চামচ মধু দিয়ে মুখে ম্যাসাজ করুন।এইভাবে ত্বককে ৫ মিনিট ম্যাসাজ করুণ ।

- ৫ মিনিট ম্যসাজ করার পর এটি এইভাবে ত্বকের মধ্যে রেখে ঘুমিয়ে যান। (যদি রাতে ব্যবহার করেন) ।
- ৫ মিনিট ম্যাসাজ করার পর এটি ত্বকের মধ্যে ৩০ মিনিট মত রেখে মুখ পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিন। (রাত ছাড়া দিনের অন্য সময় ব্যবহার করলে) .
এই রেমেড়িটি ময়শ্চারাইজ হিসেবে কেন কাজ করবেঃ
এলোভেরাঃ

এলোভেরার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং প্রপার্টি যা মুখের গভীরে প্রবেশ করে ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের সৌন্দর্যকে ধরে রাখতে সহায়তা করে ও ত্বককে মসৃণ করে । এছাড়াও এর মধ্যে রয়েছে এন্টি-এইজিং প্রোপার্টি যা আপনার মুখে বয়সের ছাপকে দূর করে দিয়ে ত্বকে ইয়াংগার করে তুলবে ।
মধুঃ
মধুর আরেক নাম হচ্ছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার । এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের নমনীয়তা ধরে রাখতে সহায়তা করবে ।

এছাড়াও মধু ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য জীবাণুর হাত থেকে ত্বককে রক্ষা করবে ।
নোটঃ
১। বন্ধুরা, আপনারা এটি রাতে ব্যবহার করলে বেশি ভাল ফলাফল পাবেন।
২। ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য এটি রাতে ব্যবহার করবেন।
ত্বককে মসৃণ, সুন্দর ও উজ্জ্বল রাখতে আপনারা ত্বককে অবশ্যই নিয়মিত ময়শ্চারাজ করবেন ।