ফর্সা এবং উজ্জ্বল ত্বকের জন্য আমরা কত কিছুই না করে থাকি। নামিদামি সব বিউটি পার্লার এবং উন্নত মানের প্রসাধনী বহুল পরিমাণে ব্যবহার করে আসছেন। কিন্তু তার পরেও নিজেদের ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করে তুলতে পারছেন না।
তাহলে বন্ধুরা রূপচর্চায় এবার সম্পূর্ণ ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। যা আপনার ত্বককে দ্রুত সময়ে উজ্জ্বল, ফর্সা এবং কাঁচের মত চকচকে করে তুলবে।

অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা তেমন কিছু অত্যন্ত অনন্য গুণসমৃদ্ধ প্রাকৃতিক উপাদান এর সাহায্যে একটি কার্যকরী ফেসপ্যাক নিয়ে আমাদের এই আলোচনাটি সাজিয়েছ যা আপনার ত্বককে স্থায়ীভাবে উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে।
তাহলে চলুন দেখে নেয়া যাক সকালে মাত্র 10 মিনিট ব্যবহারে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা ত্বকের জন্য কার্যকরী একটি ফেসপ্যাক।
উজ্জ্বল, ফর্সা এবং কাঁচের মত চকচকে ত্বক প্রাপ্তিতে সকালে ব্যবহারের জন্য অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাকঃ
কিছু অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান এর সাহায্যে প্রথমে ফেসপ্যাকটি তৈরি করে নিতে হবে।
উপকরণ সমূহঃ

2 চা চামচ মুলতানি মাটি।
1 চা চামচ এলোভেরা জেল।

1 চা চামচ মধু।
1 চা চামচ লেবুর রস বা অর্ধেক পাকা টমেটোর পেস্ট।
1 চা চামচ কাঁচা হলুদের গুড়ো।

এবং পরিমাণ মত গোলাপজল একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক তৈরি করে নিন।
ব্যবহার পদ্ধতিঃ
সকালে ফেসপ্যাকটি ত্বকে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার ত্বক পরিষ্কার করে নিবেন।
1 চা-চামচ লেবুর এবং একটা চামচ মধুর মিশ্রণে ত্বক পরিষ্কার করে নিন।
গোলাপ জল এবং কাঁচা তরল দুধ এর সাহায্যে মুখ ধুয়ে পরিস্কার করে নিতে পারেন।
এবার পরিষ্কার ব্রাশ অথবা তুলার সাহায্যে সম্পূর্ণ মুখে ফেসপ্যাকটি ভালভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

7 থেকে 10 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলিং ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে আলতো ভাবে ম্যাসাজ করে নিন।
অতিরিক্ত প্রেশার দিবেন না।
শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন।
সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন।

সবশেষে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিন।
বিঃদ্রঃ
ফেসপ্যাক এর ব্যবহার এবং সমস্ত উপকরণ ভেষজ উদ্ভিদের দোকান এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
সকালে ব্যবহারের ফেসপ্যাক এর কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ফেসপ্যাক লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
ফর্সা, উজ্জ্বল এবং চকচকে ত্বকের জন্য কিছু করনীয় বিষয়ঃ
ত্বকে ধুলাবালি এবং ময়লা জমে থাকতে দিবেন না।
অতিরিক্ত রোদে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করুন।
বাহির থেকে এসেই ত্বক পরিষ্কার করে নিন।

ত্বকে অতিরিক্ত সাবান এবং ফেসওয়াশ ব্যবহার করবেন না।
যে কেউ ঘরে বসে প্রতিদিন সকালে ফেসপ্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরী করে নিয়ে, নিজেদের ত্বকে ব্যবহার করে ত্বককে উজ্জ্বল, ফর্সা এবং কাঁচের মত চকচকে করে তুলতে পারবেন । ফেসপ্যাক টি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এটি ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকেনা। স্থায়ীভাবে ত্বক কে উজ্জ্বল এবং ফর্সা করতে নিয়মিত সকালে ফেসপ্যাকটি ব্যবহার করুন।