মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আমরা আমাদের ত্বকের যত্নে অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকি। তার মধ্যে বিভিন্ন ধরনের মাস্ক এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উপকরণসমূহ সংগ্রহ করে যে কেউ ঘরে বসেই মাস্ক ব্যবহার করতে পারবেন। বিভিন্ন প্রাকৃতিক উপাদান এর সাহায্যে ফেসমাস্ক তৈরি করার কারণে এতে বিদ্যমান বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন আমাদের ত্বককে গভীর থেকে দাগহীন, উজ্জ্বল, ফর্সা এবং আয়নার মত চকচকে করে তোলে।
তাই যারা ত্বকের দাগ এবং ফর্সা হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের জন্যই শেয়ার করছি মাত্র ২০ মিনিটেই ত্বককে গভীর থেকে ফর্সা ও উজ্জ্বল করে তোলার জন্য অত্যন্ত কার্যকরী ফেসমাস্ক।
![](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/07/IMG_6235.jpg)
১। এলোভেরা জেল মধু ও লেবুর ফেসমাস্ক
যেভাবে তৈরি ও ব্যবহার করেনঃ
2 চা চামচ এলোভেরা জেল এবং 1 চা চামচ মধু তিন থেকে চার ফোঁটা লেবুর রস একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
পরিষ্কার নরম কিছুর সাহায্যে মুখে লাগিয়ে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করুন।
এরপর 15 থেকে 20 মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
![এলোভেরা জেল তৈরি করার নিয়ম](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2019/11/Aloe-Vera-.jpg)
উপকারিতাঃ
- ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখবে।
- গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
- ত্বককে মসৃণ ও কোমল করে তোলে।
- অ্যালোভেরার এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে ত্বককে সতেজ রাখে।
![ফেসিয়াল করার নিয়ম](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/02/ফেসিয়াল-করার-নিয়ম.jpg)
বিটরুটের ফেসমাস্কঃ
যেভাবে তৈরি ও ব্যবহার করেনঃ
৩ চামচ বিটরুটের রস,২ চামচ চালের গুঁড়া,১ চামচ মধু ও স্মোথ পেষ্ট তৈরি করতে পরিমাণমতো গোলাপজল একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। তাহলেই তৈরি হয়ে যাবে বিটরুট এর অত্যন্ত কার্যকরী ফেসমাস্ক।
এরপর পরিষ্কার নরম ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ।
![](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/09/beetroot.jpg)
উপকারিতাঃ
- ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে।
- রোদে পোড়া দাগ দূর করবে।
- ব্রণের দাগ এবং ব্রণ সম্পূর্ণরূপে দূর করবে।
- বলিরেখা দূর করে ত্বককে টানটান রাখবে।
![](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/08/mackup-1.jpg)
নোটঃ
১। স্থায়ীভাবে ত্বককে উজ্জ্বল ফর্সা এবং দাগহীন করতে চাইলে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ফেসমাস্ক ব্যবহার করুন।
![ব্রণের দাগ দূর করার উপায়](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/02/ব্রণের-দাগ-দূর-করার-উপায়.jpg)
ত্বকের যত্নে যে কেউ ঘরে বসে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে নিজেদের ত্বকের জন্য ফেসমাস্ক ব্যবহার করতে পারেন। উপরে আলোচিত সমস্ত ফেসমাস্ক সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় ত্বকে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনা থাকেনা। তাই উপরোক্ত ফেস মাস্ক সমূহ ব্যবহার করে নিজেদের ত্বক কে করে তুলুন উজ্জ্বল, ফর্সা, চকচকে এবং আকর্ষনীয়।