বন্ধুরা আমরা সকলেই চাই খুব সহজে আমাদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে । আর সেটি যদি কোনো সাইড ইফেক্ট ছাড়া হয় তাহলে তো কোন কথাই নেই।
বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি সহজ উপায় শেয়ার করব যার মাধ্যমে মাত্র দুটি উপাদান দিয়ে ফর্সা হতে পারবেন।
আপনার চেহারাকে ফর্সা করতে পারবেন জাদুর মত আর এটি ফর্সা হওয়ার খুব কার্যকর টিপস ।
তাহলে বন্ধুরা চলুন এই টিপসটি আপনাদের দেখিয়ে দিই কিভাবে মাত্র দুটি উপাদান দিয়ে ত্বক ফর্সা করা যায়।
ফর্সা হওয়ার টিপসটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
দু চামচ গোলাপ জল
দু’চামচ খাঁটি গরুর দুধ
ফর্সা হওয়ার টিপস যেভাবে মুখে ব্যবহার করবেনঃ
আপনার ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে নিন ।
শুরুতে ক্লিনজিং মিল্ক আপনার মুখে লাগিয়ে নিন ।
হালকা গরম পানি ও ফেসওয়াশ দিয়ে আপনার মুখ ধুয়ে নিন । ( খুব ভালোভাবে পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন ত্বক পরিষ্কার না হলে উপায়টি ভালোভাবে কাজ করবে না )
এরপর বাতাসে মুখ শুকিয়ে যেতে দিন ।
মুখে আর কিছু লাগবে না ।
এরপর এই দুটি উপাদান একসাথে নিয়ে মিক্স করে নিন।
এটি তৈরি করার পর এই মিশ্রণটি খুব ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিন । মিশ্রণটি মুখের মধ্যে শুকিয়ে যাওয়া পর্যন্ত মুখে রেখে দিতে হবে। মুখ না দেখে শুকিয়ে যাওয়ার পর এত টুকুতেই ঘুমিয়ে পড়ুন
সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
নোটঃ
বালিশে মুখ চেপে ঘুমাবেন না তাহলে প্যাকটি বালিশে লেগে যাবে ।
এই রেমেড়িটি ব্যবহার করার পর নিজেকে আয়নায় দেখুন আর লক্ষ্য করুন ত্বক কতটা ফর্সা সুন্দর আর গ্লোয়িং হয়ে গেছে।
এছাড়াও রোদে পোড়া দাগ দূর হয়ে গেছে।