আজকে এমন ১টি ফেসপ্যাক শেয়ার করছি যেটি বয়সের ছাপ দূর করার সেরা ঘরোয়া উপায় হিসেবে কাজ করবে। এটি প্রথমবার ব্যবহারেই খুব ভাল ফলাফল পাবেন । এটি ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে ।
এছাড়াও এটি ত্বক হতে বয়সের ছাপ এমনভাবে দূর করবে যার কারণে আপনার বয়স ১০ বছর কম দেখাবে । এই ফেসপ্যাকটি ত্বকে সমানভাবে কাজ করে ত্বককে করে তুলবে দাগহীন ফর্সা ও উজ্জ্বল।
তাই এই ফেসপ্যাকটি আজ থেকে ব্যবহার করা শুরু করে দিন ।
বয়সের ছাপ দূর করার ফেসপ্যাকটি তৈরির উপাদানঃ

১ চামচ চালের গুঁড়া
১ চামচ টমেটো পেষ্ট
১ চামচ মসুর ডালের পেষ্ট ও

৩ চামচ কাঁচা তরল দুধ
বয়সের ছাপ দূর করার ফেসপ্যাকটি তৈরি করা ও ব্যবহার করার প্রণালিঃ
পরিস্কার ১ টি বাটি নিয়ে এরমধ্যে চালের গুঁড়া, টমেটো পেষ্ট , মসুর ডালের পেষ্ট ও কাঁচা তরল দুধ নিয়ে ভালভাবে মিশিয়ে নিন ।

সব উপাদান খুব ভালভাবে মিশে স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ১টি ব্রাশের যাহায্য মুখে এপ্লাই করুণ।
এপ্লাই করে ২০ মিনিট মুখে রেখে দিন ।

২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন ।
নোটঃ

আপনি যদি আপনার ত্বক ফর্সা রাখতে চান তাহলে এই প্যাকটি আপনি ১ দিন পর পর ব্যবহার করুণ।