মুখের দাগ দূর করতে এই ফেসপ্যাক ব্যবহার করুন

মুখের দাগ নিয়ে চিন্তিত নই এমন একজন নারীও খুঁজে পাওয়া যাবে না । মুখের দাগ দূর করার জন্য নারীরা ত্বকে অনেক কিছু ব্যবহার করছেন ।

মুখের দাগ দূর করার উপায়

আবার বর্তমান সময়ে নারীদের সাথে সাথে রুপচর্চায় পিছিয়ে নেই পুরুষেরা । তারাও এখন অনেক সচেতন ।  

সবার রুপচর্চার কথায় মাথায় রেখে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব Dark spots Removal ফেসপ্যাক ।

এই অসাধারণ ফেসপ্যাকটির সাহায্যে মুখের সবরকমের কালো দাগছোপ একেবারে দূর করতে পারবেন ।

মুখের দাগ দূর করার উপায়

তাছাড়া এই ফেসপ্যাকটি দাগছোপকে দূর করার সাথে সাথে ত্বককে স্বচ্ছ, উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।

তো বন্ধুরা চলুন দেখে নিই কিভাবে এই অসাধারণ ফেসপ্যাকটিকে বানাতে হয়।

মুখের দাগ দূর করার ফেসপ্যাকঃ

এ প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……

  • ২ চামচ পাকা টমেটোর রস,
  • ২টবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ মিষ্টি কুমড়ার পেস্ট,
ত্বকের দাগ দূর করার উপায়
  • ২ চা চামচ মধু,

তৈরি ও ব্যবহার করবেন যেভাবেঃ

টমেটোটিকে পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে এর রস বের করে নিন।

এরপর উপাদান গুলও একসাথে খুব ভাল করে মিশিয়ে নিবেন।

এরপর তুলার প্যাডের সাহায্যে মুখে লাগান। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।

মুখের দাগ দূর করার রেমেড়ি

১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নোটঃ

১। এই প্যাকটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারেন । 

এই প্যাকটি ত্বকে লাগানোর মাধ্যমে আমাদের ত্বক এত বেশি সুন্দর ও উজ্জ্বল হবে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা , আপনারা মুখের দাগ দূর করার জন্য এই ফেসপ্যাক ব্যবহার করেন ।

Leave a Comment