আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেমেড়ি যার প্রথম ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা , উজ্জ্বল এবং তার সাথে সাথে সমস্ত ধরনের দাগছোপ নিমিষেই চলে যাবে । এছাড়াও যদি মুখে বয়সের ছাপ অর্থাৎ রিংক্য়ালেস থাকে সেটি ও দূর হয়ে যাবে । আর ত্বক হয়ে উঠবে মসৃণ ও উজ্জ্বল । স্নানের এর আগে এই রেমেড়িটি ব্যবহার করতে পারবেন । এটি ব্যবহারের ফলে আপনার ত্বক ফর্সা ও টানটান হয়ে উঠবে ।
আগে এই রেমেড়িটি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে চলুন তা দেখে নিই ।
রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
২ চামচ চালের গুঁড়া
১ চামচ বেসন
২ চামচ শসার পেষ্ট
১ চামচ মধু
৪ চামচ গোলাপ জল
তৈরি করার পদ্ধতিঃ
রেমেড়িটি তৈরি করার জন্য লাগবে শসার পেষ্ট , শসার পেষ্ট তৈরি করার জন্য একটি শসা নিয়ে ভালভাবে ধুয়ে নিন , এরপর টুকরো করে কেটে ব্লেন্ডারে সাহায্যে ব্লেন্ড করে নিন ।
শসার পেস্ট তৈরি হয়ে আসার পর ১ টি পরিষ্কার বাটির মধ্যে সব উপাদান নিয়ে নিন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিন ।
ব্যবহার করার পদ্ধতিঃ
সব উপাদান ভালভাবে মিশিয়ে নেওয়ার পর ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুণ ।
এপ্লাই করে ৩০ মিনিট অপেক্ষা করুণ ।
৩০ মিনিট পর প্যাকটি শুকিয়ে এলে কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
আর দেখুন আপনার ত্বক কতটা ফর্সা ও ক্লিন দেখাচ্ছে ।
নোটঃ
এই রেমেড়িটি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করতে পারবেন ।
এই রেমেড়িটি ব্যবহার করার ফলে ত্বক এতটা ফর্সা ও গ্লো উজ্জ্বল হয়ে উঠবে যে আর কোনো দিন পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না , সাথে আর কোন বাজারের ক্রিমও ব্যবহার করতে হবে না ।
উপাদানের উপকারিতাঃ
বেসনঃ
বেসন সারাদিনের ধুলা- ময়লাকে দূর করে দিয়ে ত্বককে অতি সহজেই মসৃণ করে তুলে ।
চালের গুঁড়াঃ
চালের গুঁড়া ত্বককে মধ্যে অসাধারণ কাজ করে থাকে , বেসনের মধ্যে থাকা কনস্টেবল উপাদান গুলো চালের গুড়ার মধ্যে থাকা ন্যাচারাল স্কিন লাইটেনিং প্রোর্পাটি , যা প্রত্যেকের ত্বক থেকে রিংকেলস ,পাংল্যান্স দূর করে দিয়ে ত্বকে করে তুলবে উজ্জ্বল ও ফর্সা ।