বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বককে সবচেয়ে দূত উজ্জল গ্লোয়িং বানানোর জন্য স্কিন ফেয়ারনেস পিল অফ মাস্ক যেটি ব্যবহারকরলে আপনারা একই সাথে দু রকম বেনিপিট পাবেন ।
প্রথমত এই মাস্কটি আপনার স্কিকিনের সব ধরনের দাগ দূর করে দিবে,
দ্বিতীয়ত আপনার ত্বককে উজ্জল করে তুলবে ।
তাছাড়াও এটি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে দিবে এবং তার সাথে সাথে ত্বককে করে দিবে ধবধবে কাঁচের মতো ফর্সা ।
এছাড়াও এটি হাত পা আর মুখ যেখানে খুশি লাগান এটি হাত পা ও মুখ ফর্সা করবে।
বন্ধুরা কিভাবে পিল অফ মাস্ক ত্বককে উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে চলুন তা দেখে নিই।
পিল অফ মাস্ক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
এক চামচ চালের গুঁড়া
হাফ চা চামচ হলুদ গুড়া
এক চামচ মধু
এক চামচ লেবুর রস
পিল অফ মাস্ক তৈরির করার নিয়মঃ
স্কিন হোয়াইটেনিং মাস্কটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটি পরিষ্কার বাটি ।
এরমধ্যে সব উপাদান নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
পিল অফ মাস্ক তৈরির ব্যবহার করার নিয়মঃ
খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি পরিষ্কার ব্রাশের সাহায্যে মুখের উপর এপ্লাই করুন ।
এপ্লাই করার 20 মিনিট পর্যন্ত মুখের উপর রেখে দিন ।
20 মিনিট পর এটি শুকিয়ে আসবে ।
এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের মুখ আদের চেয়ে ফর্সা হয়ে উঠেছে ।