খাবার হিসেবে ময়দা দিয়ে তৈরি খাবার অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয়। কিন্তু ত্বকের যত্নে, ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে ময়দার ব্যবহার আমাদের অনেকেরই অজানা। ময়দাতে রয়েছে এমন কিছু ত্বক ফর্সাকারী প্রাকৃতিক উপাদান যা স্থায়ীভাবে আমাদের ত্বককে করে তোলে অতিমাত্রায় ফর্সা ও উজ্জল।
ময়দা এমন একটি উপাদান যা সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। ময়দা দিয়ে তৈরি রেমিডি সঠিক ব্যবহার পদ্ধতি জেনে যে কেউ বাড়িতে বসেই নিজের ত্বকে ব্যবহার করতে পারবেন।
বাড়িতে তৈরি করে ত্বকে ব্যবহার করতে আপনাদের সাথে একটি ময়দার রেমেডি শেয়ার করছি।
চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র ১৫ মিনিটে ফর্সা উজ্জ্বল ত্বক স্থায়ীভাবে পেতে ময়দার রেমিডি এবং তার বিস্তারিত ব্যবহার পদ্ধতি।
![বেসনের ফেসপ্যাক](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/08/lkj.jpg)
দ্রুত সময়ে স্থায়ীভাবে ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে ময়দার রেমেডি তৈরির উপায় এবং ব্যবহার পদ্ধতিঃ
দুটি নির্দিষ্ট ধাপ অতিক্রম করার মাধ্যমে ত্বকে ময়দার রেমেডি ব্যবহার করতে পারবেন।
ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
ত্বকের যত্নে ময়দা দিয়ে তৈরি প্রেমের প্রথম ধাপটি হচ্ছে মুখ পরিষ্কার করা।
আপনার ত্বকের জন্য উপযোগী যেকোনো ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিস্কার করে নিতে হবে ।
![ব্ল্যাকহেডস দূর করার উপায়](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/01/ব্ল্যাকহেডস-দূর-করার-উপায়.jpg)
দ্বিতীয় ধাপঃ
প্রথম ধাপটি ভালো ভাবে সম্পন্ন করার পর দ্বিতীয় ধাপটি হচ্ছে ময়দার রেমেড়ি তৈরি করে ত্বকে এপ্লাই করা।
প্রথমে আপনাকে ময়দা দিয়ে তৈরি রেমেডিটি তৈরি করে নিতে হবে।
উপকরন সমুহঃ
- ২ টেবিল চামচ ময়দা।
- ২ চামচ মধু।
- আধা চা-চামচ কাঁচা হলুদ।
- ২ চামচ কলার পেস্ট।
- আধা কাপ কাঁচা তরল দুধ।
![কাঁচা হলুদের টিপস](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/02/কাঁচা-হলুদের-টিপস.jpg)
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। সমস্ত উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন ময়দার অত্যন্ত কার্যকরী একটি রেমেড়ি। মিশ্রণটি পাতলা করে ফেলবেন না যথাসম্ভব ঘন রাখার চেষ্টা করবেন।
২। প্রথম ধাপ ভালোভাবে সম্পন্ন করার পর তোলা এবং মুখের ব্রাশের সাহায্যে আপনার ত্বকে ময়দার রেমেড়ি টি ভালভাবে লাগিয়ে নিন।
৩। এরপর ময়দার রেমেডিটি শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন।
![ত্বক ফর্সা করতে বেসনের ফেসপ্যাক](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/09/1-11.jpg)
৪। মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে তুলে নিন।
৬। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
৭। সবশেষে আপনার ত্বকের জন্য উপযোগী ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।
![](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/07/IMG_6234.jpg)
ময়দা রেমেড়িতে ব্যবহারিত সমস্ত উপকরণ সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এটি ব্যবহারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকেনা।
মাত্র ১৫ মিনিটে ময়দার রেমেডি ব্যবহার করে আপনি আপনার ত্বককে দাগ মুক্ত উজ্জ্বল এবং স্থায়ীভাবে ফর্সা করে তুলতে পারবেন। তাই বাড়িতে বসেই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ময়দার রেমিডি ত্বকে ব্যবহার করে হয়ে উঠুন স্থায়ীভাবে উজ্জ্বল, ফর্সা, আকর্ষণীয় এবং কোমল ত্বকের অধিকারী।