আমরা সকলে ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে চাই। তাই বাজারের অনেক রকম ক্রিম ত্বকে ব্যবহার করে থাকি। এতে ত্বকের মধ্যে অনেক ধরণের সাইড-ইফেক্ট দেখা দেয়।
আজ এমন একটি রেমেড়ি শেয়ার করব যার ব্যবহারে আপনার ত্বকে এতটা গ্লো চলে আসবে যে নিজেও বিশ্বাস করতে পারবেনা ।
আর এটি কিছু দিন ব্যবহার করলে মুখ হয়ে ওঠবে দাগছোপ হীন ধবধবে ফর্সা ও উজ্জ্বল ।
যেহেতু এই রেমেড়িটি সম্পূর্ণ ন্যাচারাল, তাই এটি ব্যবহারে কোন সাইড-ইফেক্ট নেই।
চলুন কিভাবে এই রেমেড়িটি ব্যবহার করতে হবে তা দেখে নিই।
ত্বক ফর্সা করার রেমেড়িটি তৈরি করার প্রয়োজনীয় উপাদানঃ
২ চামচ কাঁচা তরল দুধ
১ চিমটি জাফরান
ত্বক ফর্সা করার রেমেড়িটি তৈরি এবং ব্যবহার করার নিয়মঃ
একটি বাটির মধ্যে দুধ নিয়ে এর মধ্যে জাফরান দিয়ে ১০ মিনিট রেখে দিন ।
এরপর জাফরান দুধের সাথে মিশে গেলে ১টি টিস্যু এর মধ্যে ডুবিয়ে দিন ।
কিছু সময় পর টিস্যুটি খুব ভালভাবে ভিজে এলে এটি নিয়ে মুখে লাগিয়ে নিন।
লাগিয়ে নেয়ার পর শুয়ে পড়ুন। সকালে উঠে টিস্যু তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
এরপর দেখবেন মুখ কতটা উজ্জ্বল আর গ্লো হয়ে এসেছে ।
নোটঃ
১। এই রেমেড়িটি সপ্তাহে ৪ দিন ব্যবহার করবেন।
২। এটি রাতে ব্যবহার করলে কার্যকর ফলাফল পাবেন । রাতে ব্যবহার না করে দিনে ব্যবহার করলে টিস্যু মুখে দিয়ে কমপক্ষে ১ ঘন্টা রাখবেন।
আপনারা নিয়মিত এটি ব্যবহার করে দেখুন । ত্বক অনেক দ্রুত ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে ।