সভ্যতার প্রথম উম্মেষের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের রূপচর্চার ইতিহাস । ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে খৃষ্টপূর্ব ১০ হাজার বছর পূর্বে মেসোলিথিক যুগে গুহাবাসী মানুষদের ভিতর রূপচর্চার প্রচলন ছিল বলে ধারণা করা হয়। আর সেই থেকে আজ পর্যন্ত নিজেকে আরেকটু সুন্দর করে ফুটিয়ে তুলার প্রচেষ্টা থেমে নেই আজো। বরং সভ্যতার...