ত্বকের যত্নে অ্যালোভেরার জেল যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমাদের স্বাস্থ্য এবং চুলের যত্নেও অ্যালোভেরার জেল অত্যন্ত কার্যকরী।
এলোভেরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন রয়েছে যা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে চুলকে ঘন, কাল,উজ্জ্বল এবং মসৃণ করে তোলে।
বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা অ্যালোভেরার হেয়ার প্যাক আমাদের চুল এবং মাথার ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী।
অনেকেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজানো, খুশকি দূর করা এবং চুলকে ঘন, কালো ও মসৃণ করার উপায় খুঁজে থাকেন। তাদের জন্য এলোভেরার এই হেয়ার প্যাকটি অত্যন্ত কার্যকরী।
চুল পড়া বন্ধ করতে ঘৃতকুমারী বা এলোভেরার অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাকঃ
হেয়ার প্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
আধাকাপ এলোভেরা জেল
2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল
2 চা চামচ মেথি গুড়ো
হেয়ার প্যাকটির প্রস্তুত প্রনালিঃ
একটি পরিষ্কার পাত্রে আধাকাপ এলোভেরা জেল,2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং2 চা চামচ মেথি গুড়ো ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন এলোভেরার কার্যকরী এই হেয়ার প্যাক টি।
রাতে ঘুমানোর আগে হেয়ার ব্রাশ এর সাহায্যে সম্পূর্ণ চুলে এবং মাথার ত্বকে ভালভাবে মাসাজ করে মিশ্রণটি লাগিয়ে নিন।
সকালে উঠে প্রথমে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিয়ে তারপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
উপকারিতাঃ
এই হেয়ার প্যাক টি নতুন চুল গজাতে সাহায্য করবে।
এলোভেরার হেয়ার প্যাকটি মাথার ত্বক পরিষ্কার এবং দূষণমুক্ত রাখবে।
চুলের গোড়া মজবুত করবে এলোভেরার এই মিশ্রণটি।
চুলের আগা ফাটা রোধ করবে এই হেয়ার প্যাকটি।