আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের হাত এবং মুখের ত্বকের সাথে গলা এবং ঘাড়ের ত্বক মিলেনা। আমরা আমাদের ত্বকের যেভাবে যত্ন নেই গলার ত্বকের ততটা যত্ন নেয়া হয়না।
যার ফলে গলায় অনেকটা কালচে ভাব চলে আসে। ফলে গলা এবং চেহারার ত্বকের মধ্যে অসঙ্গতি দেখা দেয় যা আমাদের বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভুগায় এবং অস্বস্তিকর অবস্থার সম্মুখীন করে দেয়।
তাই গলা-ঘাড়ের কালো দাগ দূর করে স্বাভাবিক ভাবে উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী কিছু প্রাকৃতিক টিপস্ আপনাদের শেয়ার করছি।
তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক গলার কালো দাগ দূর করার কার্যকরী কিছু টিপস।
গলার এবং ঘাড়ের কালো দাগ দূর করার অত্যন্ত কার্যকরী টিপস সমূহঃ
লেবুর রসঃ
লেবুর রস এর এসিডিক উপাদান যেকোনো ধরনের দাগ তুলতে অত্যন্ত কার্যকরী। তাই এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে।
তিন চামচ লেবুর রস এবং ২ চামচ গোলাপজল মিশিয়ে নিয়ে গলায় ভালোভাবে লাগিয়ে স্ক্রাব করে নিন।
20 থেকে 25 মিনিট পর ধুয়ে নিন।
সপ্তাহে দুই থেকে তিনবার নিয়মিত ব্যবহারে গলার-ঘাড়ের দাগ সম্পূর্ণরূপে দূর হবে।
চন্দন পাউডারঃ
কালো ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করার জন্য চন্দন পাউডার অত্যন্ত কার্যকরী। দ্রুত সময়ে গলা- ঘাড়ের লো দাগ দূর করতেও চন্দন পাওড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২ চা চামচ চন্দন পাউডার।
১ চা চামচ মধু ।
৩ চা চামচ কাঁচা দুধ একটি পাত্রে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।
সম্পূর্ণ গলায় এবং ঘাড়ে ভালোভাবে স্ক্রাব করে মিশ্রণটি লাগিয়ে নিন।
১৫ থেকে ২০ মিনিট পর মিশ্রণটি ধুয়ে নিন।
বেকিং সোডাঃ
আমাদের ত্বককে ফর্সা করার জন্য বেকিং সোডা অত্যন্ত কার্যকরী। গলার কালো দাগ দূর করে গলার ত্বক সতেজ এবং উজ্জ্বল করে তুলতে বেকিং সোডা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২ চা চামচ বেকিং সোডার সাথে পরিমাণমতো ২ চা চমচ নারিকেল তেল মিশিয়ে গলায়- ঘাড়ে ভালোভাবে ম্যাসাজ করে নিন।
১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে নিন।
গলা এবং ঘাড়ের কালো জেদি দাগ দূর করে গলা এবং ঘাড়ের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে উপরে উল্লেখিত বিষয়সমূহ অত্যন্ত কার্যকরী। তাই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে নিয়মিত টিপস সমূহ এপ্লাই করুন।