রাতে ত্বকের যত্ন নিতে ও ত্বক ফর্সা করতে এই নাইট ক্রিম তৈরি করে নিন।

অফিসের কাজে ও বাড়ির কাজে বাইরে বের হবার জন্য বা কোন অনুষ্টানে যাবার জন্য যাই হোক না কেন আমরা হালকা কিংবা ভারী মেকআপ করে বের হই। মুখের মধ্যে মেকআপ দীর্ঘক্ষণ থাকলে সাইড ইফেক্ট দেখা দেয়। ত্বককে সাইড ইফেক্ট মুক্ত রাখার জন্য দিনের শেষে ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ ,আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করি সেগুলার যে কিছু সাইড ইফেক্ট আছে সেটা যদি আমরা রাতে মুখের এক্সট্রা যত্ন নিই তাহলে সাইড ইফেক্ট অনেকটা কেটে যাবে ।  

আমরা যখন ঘুমাই তখন আমাদের ত্বকের মধ্যে কোষগুলো কাজ করে । তাই দিনের চেয়েও রাতে ত্বকের যত্ন নিলে বেশি ভাল ফলাফল পাওয়া যায়। রাতে কোন রকম ঝামেলা ছাড়া খুব সহজে ত্বকের যত্ন নেবার জন্য নাইট ক্রিম ব্যবহার করা যায়।

ত্বকের যত্নে নাইট ক্রিম
ত্বকের যত্নে নাইট ক্রিম

বন্ধুরা, নিয়মিত রাতে ত্বকের যত্ন নিতে ও ত্বক ফর্সা করতে যদি বাড়িতে নাইট ক্রিম তৈরি করা যায় তাহলে ত্বকের জন্য অনেক উপকারি হবে। তাই, আজ আমি আপনাদের বাড়িতে নিজে নাইট ক্রিম তৈরি করার উপায় শেয়ার করব । এর সাহায্যে আপনারা নিজেই নাইট ক্রিম তৈরি করতে পারবেন। এই নাইট ক্রিমটি ব্যবহার করলে অনেক উপাকার পাবেন। ক্রিমটি ত্বকের সাইড ইফেক্ট কাটিয়ে দিবে আর দ্রুত ত্বকের দাগ দূর করে ত্বককে দিন দিন লাইটেন ও ব্রাইট করে তুলবে।

নাইট ক্রিম প্রয়োজনীয় উপাদানঃ

  • গোলাপজল-২ চামচ
  • জাফরান – এক চিমটি
  • আ্যলোভেরা জেল- ২ চামচ
নাইট ক্রিম তৈরির উপায়
  • ভিটামিন ই – ২ টি

নাইট ক্রিম তৈরির ধাপঃ

  • নাইটক্রিম তৈরি করার জন্য প্রথমে একটি পরিষ্কার বাটিতে গোলাপজল নিব।    
  • এরপর গোলাপজলের মধ্যে জাফরান দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
  • ১০ মিনিট পর গোলাপজলে ভেজা জাফরানের বাটিতে অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে উপাদানগুলোকে ভাল করে মিশিয়ে নিন।
ত্বকের কালোদাগ দূর করার নাইটক্রিম
  • চারটি উপাদান ভালো করে মিশে গেলে এই মিশ্রণটি একটি কাঁচের কৌটায় স্টোর করে রাখুন।

নাইট ক্রিম ব্যবহারঃ

রাতে ঘুমাবার আগে পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ার পর মুখ মুছে এটি এপ্লাই করুন ।

কাজ করার কারণঃ  

গোলাপ জলঃ

গোলাপ জল মুখে টোনার ও  ময়শ্চারাইজার হিসেবে কাজ করে ।

জাফরানঃ

ত্বক ফর্সাকারী উপাদানগুলোর মধ্যে জাফরান একটি অন্যতম উপাদান । জাফরানের মধ্যে মুখ ফর্সা করার জাদুকরি প্রাকৃতিক গুণ রয়েছে ।

দাগ দূর করার নাইট ক্রিম

এটি ত্বককে অতিমাত্রায় ফর্সা করে এবং দিনের পর দিন ত্বকের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখার জন্য কাজ করে। জাফরানের ব্যবহার ত্বকে একটি গোল্ডেন চকচকে ভাব নিয়ে আসে ।

আলোভেরা জেলঃ 

আলোভেরা জেলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপার্টি যা ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম ও মুলায়েম রাখে। 

ভিটামিন ইঃ

ভিটামিন ই ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা, উজ্জ্বল ও নরম করে তোলে।

ঘরে নাইট ক্রিম তৈরির নিয়ম

এছাড়াও ভিটামিন ই ত্বকের টিস্যুকে স্বাস্থ্যবান রাখতে অনেক ভালো কাজ করে।   

 নোটঃ

১। ক্রিমটি ব্যবহার করার আগে মুখে কোন মেকআপ থাকলে তা তুলে ফেলবেন ।

২। এই নাইট ক্রিমটি নরমাল তাপমাত্রার মধ্যে রেখে সাত দিন ব্যবহার করতে পারবেন ।

এই নাইটক্রিমটি ব্যবহার করার পর আপনারা এর অসাধারণ রেজাল্ট নিজেরাই দেখতে পাবেন ।

Leave a Comment