আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ত্বকের বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি দাগ দূর করে ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে টমেটোর দারুন ফেইসপ্যাক।
![](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/07/1-7.jpg)
বন্ধুরা, প্রকৃতি থেকে পাওয়া এই টমেটোর মধ্যে এমন অনেক গুণ রয়েছে, যেমন এন্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরণের ভিটামিনের সমন্বয়ে গঠিত যা আমাদের ত্বকের দাগ সহ সকল সমস্যা দূর করে।
![](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/07/1-15.jpg)
চলুন ত্বকের সকল দাগ দূর করতে টমেটোর ফেসপ্যাকটি তৈরি করে নিন।
১। ত্বক থেকে দীর্ঘমেয়াদি দাগ দূর করতে টমেটোর ফেইসপ্যাকঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
![ত্বকের দাগ দূর করার উপায়](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/07/8.jpg)
- ১ টি পাকা টমেটোর পেস্ট
- ২ টেবিল চামচ শসার পেস্ট
![ত্বকের দাগ দূর করার রেমেড়ি](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/06/1-2-2.jpg)
- ২ টেবিল চামচ চালের গুড়া ও
- ১ চা চামচ কফি পাওডার
যেভাবে ব্যবহার করবেনঃ
- সবার প্রথমে টমেটো আর শসা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন ।
![মুখের দাগ দূর করার রেমেড়ি](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/07/IMG_0617.jpg)
- এরপর সবগুলো উপকরন একসাথে মিক্স করে নিন ।
- এই প্যাকটি তৈরি করে ত্বকে এপ্লাই করে নিন।
![ত্বকের দাগ দূর করার রেমেড়ি](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/07/IMG_5945.jpg)
- এটি এপ্লাই করে ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন ।
![ব্রণ দূর করার উপায়](https://www.banglabeautytips.com/wp-content/uploads/2021/05/1-7-1.jpg)
- প্যাকটি পুরুপুরি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।
নোটঃ
১। এই প্যাকটি সপ্তাহে ৩ বার ব্যবহার করুন ।
এই প্যাকটি ত্বকে লাগালে ত্বক কিন্তু চমৎকার ভাবে রেসপন্স করবে। এটি ব্যবহার করার সাথে সাথে ত্বক থেকে দাগ দূর হয়ে যায়। আপনারা ত্বকের পুরানো দাগ সহ সকল দাগ দূর করার জন্য এই প্যাকটি ব্যবহার করতে থাকুন ।