ত্বককে দুধের মত ফর্সা করতে চালের গুড়ার ফেসপ্যাক

চালের গুড়ার ফেসপ্যাক

আজকে অত্যন্ত কার্যকর ১টি চালের গুড়ার ফেসপ্যাক শেয়ার করব যার ব্যবহারে ত্বক হতে কালচে ভাব দূর হবে এবং ত্বককে করে তুলবে দুধের মত ফর্সা ও উজ্জ্বল।

এই ফেসপ্যাক নিয়মিত নিয়ম মেনে ব্যবহার করলে খুব ভাল ফলাফল পাবেন। 

চলুন ত্বককে দুধের মত ফর্সা ও উজ্জ্বল করার চালের গুড়ার ফেসপ্যাকটি কিভাবে তৈরি ও ব্যবহার করবেন তা দেখে নিই ।

চালের গুড়ার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

চালের গুঁড়ার উপকারিতা ও ব্যবহার জেনে নিন

২ চামচ চালের গুঁড়া

২ চামচ চন্দন গুঁড়া

২/৩ চামচ বীটরুট জুস ও

ফর্সা ত্বক পেতে কাঁচা হলুদের ফেসমাস্ক

১ চামচ টকদই

চালের গুড়ার ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করার প্রণালীঃ

১ টি পরিষ্কার বাটি নিন ।

এরমধ্যে চালের গুঁড়া, চন্দন গুঁড়া , টকদই ও বীটরুট জুস দিয়ে উপাদান গুলো ভালভাবে মিশিয়ে নিন ।

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়,

সব উপাদান ভালোভাবে মিশে আসার পর ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুণ ।

এপ্লাই করার পর ৩০ মিনিট অপেক্ষা করুন।

এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মুখ-ধুয়ে-নিন

নোটঃ

১। এই চালের গুড়ার ফেসপ্যাকটি সপ্তাহে ৩ দিন করে ব্যবহার করুণ ।

২। এই রেমেড়িটি চোখে ও ঠোঁটে লাগাবেন না ।