কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

কফির ফেসপ্যাক

বাঙালির সকাল শুরু হয় এক কাপ গরম কফির সঙ্গে। কিন্তু, জানেন কি, এই চেনাশোনা কফিই হতে পারে আপনার ত্বকের উজ্জ্বলতার নতুন গোপন রহস্য! বাংলাদেশের সৌন্দর্য জগতে কফি একটি চিরাচরিত উপকরণ।  নিয়মিত কফি ব্যবহার করলে ত্বকের দাগ দূর হয় , ত্বক ফর্সা হওয়া সহ নানা উপকার মিলে । আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কফি দিয়ে ফর্সা হওয়ার উপায় ।  

কফিতে এন্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। কফি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এছাড়াও কফি রক্ত চলাচল বাড়ায়, যা ত্বককে উজ্জ্বল করে তুলে । 

কফি দিয়ে ত্বক ফর্সা করার একটি ফেসপ্যাক আপনাদের সাথে শেয়ার করছি । যেটি নিয়মিত ব্যবহার করলে ত্বক ফর্সা হবে ।  

ত্বক ফর্সা করতে কফির ফেসপ্যাকঃ 

উপকরণঃ

কফি ও মধুর ফেসপ্যাক
  • ১ চামচ কফি গুঁড়ো
  • ১ চামচ মুলতানি মাটি
  • ৩ চামচ দই

ব্যবহারের নিয়মঃ 

মুখের কালো দাগ সরানোর উপায়
  • প্রথমে সবগুলো উপাদান একটি বাটির মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন । 
  • এরপর এটি ত্বকের মধ্যে এপ্লাই করে ১৫ মিনিট অপেক্ষা করুন । 
মুখ-ধুয়ে-নিন
  • এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন । 
  • সব শেষে আপনার হাতের কাছে থাকা যে কোন মশারাইজার ক্রিম এপ্লাই করে নিন  । 

কফি ব্যবহারে সাবধানতা:

  • সংবেদনশীল ত্বকে ব্যবহার করবেন না: কফি খুব শক্তিশালী উপাদান। এটি আপনার ত্বকে জ্বালা বা লালচেভাব সৃষ্টি করতে পারে। তাই, সংবেদনশীল ত্বকে এটি ব্যবহার করা ঠিক নয়।
  • অতিরিক্ত ব্যবহার করবেন না: সপ্তাহে দুইবারের বেশি কফি দিয়ে ত্বকের যত্ন নেওয়া উচিত নয়।
  • প্রাকৃতিক উপায়ের উপর নির্ভর করুন: ফেসপ্যাক ব্যবহারের পাশাপাশি ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা বজায় রাখতে সানস্ক্রিন ব্যবহার, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার খাওয়া এবং প্রচুর পানি আপনার ত্বককে ভাল রাখবে ।
ত্বককে-উজ্জ্বল-হলুদের-ফেইসপ্যাক

কফি ফেসপ্যাক সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে। তবে, নিয়ম না মানলে ক্ষতিও হতে পারে। তাই, সঠিকভাবে নিয়ম মেনে এটি ব্যবহার করুন ।