চেহারায় ইয়াংগার লুক নিয়ে আসার কার্যকরি উপায়

ত্বককে ইয়াং করার উপায়

আজকে এমন একটি কার্যকরি ফেসপ্যাক শেয়ার করব যেটি ত্বকে ইয়াংগার লুক ধরে রাখতে সাহায্য করবে। আর তার সাথে ত্বকের মধ্যে ফর্সা ও উজ্জ্বল ভাব নিয়ে আসবে । তাই এই ফেসপ্যাকটি আজ থেকে বাড়িতে বানিয়ে ব্যবহার করা শুরু করে দিন। আপনারা অব্যশই ভাল ফলাফল পাবেন ।

কিভাবে ত্বককে ইয়াং করার রেমেডিটি তৈরি ও ব্যবহার করবেন চলুন তা জেনে নিই ।

প্রয়োজনীয় উপাদানঃ

ত্বক-ফর্সা-করতে-বীটরোট

২ চামচ বীটরুট পেষ্ট

২ চামচ ময়দা

কালো ত্বক ফর্সা করার উপায়

৩ চামচ কাচা তরল দুধ

তৈরি ও ব্যবহারের ধাপঃ

ত্বকের দাগ দূর করার রেমেড়ি

একটি বাটি নিয়ে এর মধ্যে সব উপাদান খুব ভালভাবে মিশিয়ে নিন ।

গাজরের ফেসপ্যাক

মিশিয়ে নেয়ার পর ১ টি ব্রাশের সাহায্য আপনার মুখে এপ্লাই করুণ ।

এপ্লাই হয়ে এলে ৩০ মিনিট অপেক্ষা করুণ ।

৩০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

ত্বক ফর্সা করার ফেসপ্যাক

মুখ ধুয়ার পর আগের তুলনায় আপনার ত্বক কতটা ফর্সা হয়ে এসেছে ।

নোটঃ

এটি আপনি সপ্তাহে ৩বার রাতে ব্যবহার করবেন । এরপর নিজেই অনুভব করবেন ত্বক কতটা ইয়াং দেখাচ্ছে ।