বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়

ত্বকের সুস্থতা ও ঔজ্জ্বল্য লাভের আকাঙ্ক্ষা সবারই থাকে। কিন্তু রাসায়নিক পণ্যের ক্ষতিকারক প্রভাব আর অতিরিক্ত খরচ এড়াতে চাইলে, রান্নাঘরেই লুকিয়ে আছে এক জাদুকরী উপাদান –

সেই উপাদানটি কি তা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ?

সেটি হল বেসন

ত্বক ফর্সা করতে কেন বেসন ? 

বেসন কেবল সুস্বাদু খাবার তৈরিতে নয়, ত্বকের যত্নেও অত্যন্ত কার্যকর। এতে রয়েছে প্রাকৃতিক উপাদানের মিশ্রণ প্রোটিন, ভিটামিন-ই, জিঙ্ক, আর ফ্যাটি অ্যাসিড , এই উপাদানগুলো মিলিত হয়ে  ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, মৃত কোষ দূর করতে ,  তৈলাক্তভাব কমায়, উজ্জ্বলতা বাড়ায়, এবং বয়সের ছাপ দূর করে কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। । এটি আপনার ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে , ত্বক স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে এবং ত্বককে ভিতর থেকে ফর্সা করে। 

ত্বক ফর্সা করতে বেসনের ব্যবহারঃ 

১। প্রাকৃতিক এক্সফোলিয়েশন (Natural Exfoliation):

মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে বেসনের জুড়ি নেই। 

ব্যবহারঃ

কিভাবে খুশকি দূর করা যার
  • মধু বা টক দইয়ের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • মৃদু হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে একবার ব্যবহার করুন।

২।  তৈলাচ্ছায়ী ত্বকের মুক্তি (Oily Skin Relief):

অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে তাজা রাখে বেসন।

ব্যবহারঃ

ব্রণ দূর করার উপায়
  • লেবুর রস বা মুলতানি মাটির সাথে মিশিয়ে প্যাক তৈরি করুন।
  • ১৫ মিনিট পর্যন্ত রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • তৈলাচ্ছায়ী ত্বকে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

৩। শুষ্ক ত্বকের আর্দ্রতা (Dry Skin Hydration):

শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেসন দারুণ কার্যকর।

ত্বক ফর্সা করার রেমেড়ি

ব্যবহারঃ

  • দুধ বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে প্যাক তৈরি করুন।
  • ২০ মিনিট পর্যন্ত রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • শুষ্ক ত্বকে সপ্তাহে একবার ব্যবহার করুন।

৪। মিশ্র ত্বকের জন্যঃ

মিশ্র ত্বকে বেসন ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় । এটি মিশ্র ত্বকের তৈলাক্ততা এবং শুষ্কতা দুই ধরনের সমন্বয়ের জন্যই কাজ করে  । 

ফেসপ্যাক

ব্যবহারঃ

  • হলুদ গুঁড়ো ও কাঁচা তরল দুধের সাথে মিশিয়ে প্যাক তৈরি করুন।
  • ১৫ মিনিট পর্যন্ত রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • মিশ্র ত্বকে সপ্তাহে দুইবার ব্যবহার করুন। 

বেসনের ফেসপ্যাক ব্যবহারের টিপস:

ত্বকের জন্য হলুদের অসাধারণ সাতটি উপকারিতা
  • মুখ ধুয়ে শুকিয়ে নিন।
  • ফেসপ্যাকটি গলা পর্যন্ত লাগান।
  • চোখ ও ঠোঁট এড়িয়ে চলুন।
  • ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেসনের ফেসপ্যাক ব্যবহার করা ছাড়াও বেসন ত্বকে স্ক্রাবার হিসেবেও কাজ করে এবং বেসন বাথ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার পুরো শরীর ফর্সা হবে ।  

যেমনঃ

স্থায়ীভাবে ত্বক ফর্সা করার উপায়
  • বেসন স্ক্রাব: বেসনের সঙ্গে অল্প পরিমাণে চালের গুঁড়ো বা চিনি মিশিয়ে মৃদুভাবে মুখে ঘষুন। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করবে।
  • বেসন বাথ: গোসলের পানিতে বেসন মিশিয়ে স্নান করুন। এটি ত্বককে কোমল ও ঝকঝকে করবে।

আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে রূপচর্চার invaluable সহযোগী – বেসন! শুধু সুস্বাদু খাবার তৈরী নয়, ত্বকের যত্ন নিতেও বেসনের ব্যবহার অসাধারণ। তাই ত্বককে ফর্সা করতে আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী বেসন ব্যবহার করতে পারেন  ।