শরীরের যত্ন নেবার উপায়

শরীরের যত্ন নেবার উপায়

আমরা মুখের সাথে সাথে যদি শরীরের যত্ন না নিই তাহলে ত্বকের মত শরীরও ক্লান্ত এবং মলিন হয়ে পড়ে । যার কারণে শরীরে অনেক রকম দাগ পড়ে যায় , যা অতি সহজে যায়না ।   

আবার অনেকেই এই দাগ দূর করার জন্য অনেক costly বডি ফেসিয়াল করে ।  

তবে আমরা চাইলে বাড়িতে থাকা উপাদান দিয়ে শরীরের যত্ন নিতে পারি । এতে বাড়তি খরচ কমবে এবং ন্যাচারিলি কোন সাইড-ইফেক্ট ছাড়াই শরীর থাকবে দাগহীন ক্লিন । শরীরের কালো দাগ দূর করতে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সম্পূর্ণ একটি রেমেডি এবং তার ব্যবহার বিধি আপনাদের সাথে আমি শেয়ার করছি ।

চলুন , জেনে নিই শরীরের কালো দাগ দূর করতে ঘরোয়া উপাদান কিভাবে ব্যবহার করতে হবে ।  

Step-1:ক্লিনজিং  

উপকরণঃ  

২ চামচ বেসন

২ চামচ দুধ ও 

ত্বক ফর্সা করার উপায়

২ টি ভিটামিন – ই

তৈরি ও ব্যবহার করার উপায়ঃ 

১ টি বাটি নিয়ে এরমধ্যে বেসন, দুধ ও ভিটামিন – ই নিয়ে ভালো করে মিশিয়ে নিন । 

মিশিয়ে আসার পর , হাতের সাহায্য শরীরে মাস্যাজ করুণ ১০ মিনিট পর্যন্ত । 

১০ মিনিট পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন । 

Step – 2ঃস্ক্রাবিং 

উপকরণঃ  

চালের-গুড়া

২ চালের গুড়া

১ চামচ বেকিং পাউডার ও

কালো ত্বক ফর্সা করার উপায়

২ চামচ দুধ

তৈরি ও ব্যবহার করার উপায়ঃ

১ টি বাটি নিয়ে এরমধ্যে সব উপাদান দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।

মিশিয়ে আসার পর , বডি স্ক্রাব করে নিন ।

শরীর ফর্সা করার উপায়
ত্বক ফর্সা করার উপায়

স্ক্রাব করার পর ১০ মিনিট অপেক্ষা করুণ ।  

১০ মিনিট পর ধুয়ে ফেলুন । 

Step -3 প্যাক 

উপকরণঃ  

ত্বক-ফর্সা-করতে-বীটরোট

২ চামচ বীটরুট পেষ্ট

২ চামচ দুধ ও

চালের গুঁড়ার উপকারিতা ও ব্যবহার জেনে নিন

১ চামচ ময়দা

তৈরি ও ব্যবহারঃ 

১ টি বাটি নিয়ে এরমধ্যে বীটরুট পেষ্ট, দুধ ও ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। 

মিশিয়ে আসার পর বডিতে এপ্লাই করে নিন ।  

চুল ঘন কালো করার উপায়,

এপ্লাইয়ের ২০ মিনিট পর শরীর ধুয়ে নিন । 

নোটঃ 

১ । এই রেমেডিটি সপ্তাহে ১ দিন ব্যবহার করবেন ।

২ । এই প্যাকটি ব্যবহার করার পর বাইরের কোনো ক্রিম ব্যবহার করবেন না আর রোদ এড়িয়ে চলুন ।

ত্বক ফর্সা করার ফেসপ্যাক

৩। এখানে যে উপাদানের পরিমাণ দেওয়া হয়েছে তার চেয়ে যদি বেশি পরিমাণে প্রয়োজোন হয় তাহলে আপনারা উপাদানের অনুপাত ঠিক রেখে বাড়িয়ে নিতে পারবেন ।