অল্প সময়ে ত্বকের যত্ন নিতে কফির ফেসপ্যাক

কফির ফেসপ্যাক

অল্প একটু সময় দিয়ে যদি আমরা আমাদের ত্বকের যত্ন নিই তাহলে আমাদের ত্বকে ডার্ক সার্কেল ,বলিরেখা, ব্রণের দাগ এগুলো হবার সম্ভাবনা অনেক কমে যায় । কিন্তু আমরা ত্বকের যত্নের ব্যাপারে অনেকটা উদাসীন হওয়ার কারণে আমাদের ত্বকে এই সমস্ত সমস্যা কম বেশি সবার মাঝে দেখা দিচ্ছে । আবার একটু বয়স বাড়ার সাথে সাথে ত্বকে মেছতার যে আবরণ তৈরি হয় তা কিন্তু ত্বকের সৌন্দর্যকে একেবারে নষ্ট করে দেয় ।  

ত্বক-ফর্সা-করতে-কফির-ফেসপ্যাক

তাই আমরা যত ব্যস্তই থাকি না কেন আমাদের সবার উচিত অল্প সময় দিয়ে হলেও ত্বকের যত্ন নেওয়া।   

আজ আমি আপনাদেরকে এমন একটি কফির ফেসপ্যাক শেয়ার করব যেটি দিয়ে আপনারা ত্বকের যত্ন নিতে পারবেন আর এটি ব্যবহার করতে অনেকটা সময়ের প্রয়োজন হবে না , অল্প সময়ের মধ্যে ব্যবহার করতে পারবেন ।   

চলুন কফির ফেসপ্যাকটি কিভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন তা দেখে নিই । 

কফির ফেসপ্যাকটি তৈরির উপাদানঃ     

কফির ফেসপ্যাক

২ চামচ কফি

২ চামচ চালের গুঁড়া 

১ টি ভিটামিন ই ও

ত্বক ফর্সা করতে দুধ

পরিমাণ মত কাঁচা তরল দুধ  

কফির ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহার করার উপায়ঃ   

১ টি বাটি নিয়ে এর মধ্যে কফি, চালের গুঁড়া, ভিটামিন ই ও পরিমাণ মত কাঁচা তরল দুধ দিয়ে মিশিয়ে নিন ।   

কফির-ফেসমাস্ক

এরপর ১ টি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করে নিন ।  

এপ্লাই করার পর ২০ মিনিট অপেক্ষা করুণ ।   

মুখের মেছতা দূর করার উপায়

২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন  ।  

নোটঃ

এই রেমেড়িটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন । 

ত্বকের দাগ দূর করার উপায়

এই রেমেড়িটি আপনারা নিয়মিত ব্যবহার করতে থাকলে খুব ভাল ফলাফল পাবেন ।