পুরুষের মুখের কালো দাগ দূর করার সহজ উপায়

পুরুষদের মুখের ত্বকও নারীদের মতোই যত্নের দাবিদার। আয়নায় তাকালে যখন মুখের কালো দাগগুলো আপনাকে বিরক্ত করে শুধু তখনি মনে হয় এবার মনে হয় ত্বকের যত্ন নেওয়া উচিত । হ্যাঁ আসলেই নারীদের মত পুরুষদের ত্বকের সঠিক যত্ন নেওয়া উচিত । মুখের কালো দাগ আপনার সৌন্দর্যের ক্ষতি করে।

চিন্তা না করে আজকেই শুরু করুন, মুখের সেই অবাঞ্ছিত দাগ দূর করে ফে লুন এবং ফিরিয়ে আনুন আপনার আত্মবিশ্বাসী হাসি!

এখন নিশ্চই ভাবছেন মুখের কালো দূর করার সহজ উপায় কি ? 

এই সমস্যা অনেকেরই। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ আজকেই আমরা জানবো কীভাবে কালো দাগ দূর করে মুখে ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া উজ্জ্বলতা। 

প্রস্তুত? চলুন শুরু করা যাক………

মুখের কালো দাগ দূর করার আগে প্রথমেই জানতে হবে আপনার মুখের কালো দাগের আসল কারণ কী। কারণ চিহ্নিত করলে তারপরই সঠিক পদ্ধতি বেছে নিতে পারবেন।

মুখের কালো দাগের কারণ:

পাতি লেবুর উপকারিতা
  • ব্রণ
  • রোদে পোড়া
  • হরমোনের ভারসাম্যহীনতা
  • বয়সের ছাপ
  • ত্বকের সংক্রমণ

মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়:

মুখের কালো দাগের কারণ চিহ্নিত করার পর আপনি দুটি উপায়ে মুখের কালো দাগ দূর করতে পারবেন । এক ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে। দুই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে । 

১। মুখের কালো দাগ দূর করতে ঘরোয়া পদ্ধতি

ঘরোয়া উপকরণ 

কিভাবে খুশকি দূর করা যার
  • টক দই
  • হলুদ
  • মধু
  • আলু

মুখের কালো দাগ দূর করতে কড়া রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে ঘরোয়া উপায়ে ট্রাই করে দেখতে পারেন। যেমন-

  • টক দই: টক দই মুখের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা বাড়ায়।
  • হলুদ: প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এটি মুখ হতে সকল ধরনের দাগ দূর করে ত্বককে ফর্সা করে । 
ত্বক ফর্সা করার ফেসপ্যাক (6)
  • মধু: ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক হতে ব্রণ ও ব্রনের দাগ দূর করে দেয় । 
  • আলুর রস: ত্বকের রং হালকা করে। আলুর মধ্যে থাকা ন্যাচারাল ব্লেসিং প্রপার্টি ত্বকের মধ্যে থাকা গাঢ় দাগ গুলোকে ধীরে ধীরে দূর করে দেয়। 

মুখের কালো দাগ দূর করার ২ টি অসাধারণ ফেসপ্যাক: 

১. হলুদ ও টক দইয়ের ফেসপ্যাক:

উপকরণ:

ত্বক-ফর্সা-করতে-হলুদ
  • ১ চা চামচ হলুদ গুঁড়া
  • ২ টেবিল চামচ টক দই
  • ১/২ চা চামচ মধু (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী:

  • সব উপাদান একসাথে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
  • মুখ ও ঘাড়ে প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রাখুন।
  • ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. আলুর রস ও মধুর ফেসপ্যাক:

উপকরণ:

  • ১ টেবিল চামচ আলুর রস
  • ১ চা চামচ মধু

প্রস্তুত প্রণালী:

খাঁটি মধু চেনার উপায়
  • দুটি উপাদান একসাথে মিশিয়ে নিন।
  • মুখ ও ঘাড়ে প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রাখুন।
  • ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মুখে ফেস প্যাক এপ্লাই ছাড়াও মুখের কালো দাগ দূর করার জন্য নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে নিয়মিত ত্বকের যত্ন নেবার জন্য আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি । 

৩. নিয়মিত ত্বকের যত্নঃ

শীতকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য সানস্ক্রিন
  • সানস্ক্রিন ব্যবহার করুন: প্রতিদিন সকালে বাইরে যাওয়ার আগে SPF 30 বা তার বেশি সানস্ক্রিন লাগান।
  • মুখ পরিষ্কার ও ময়শ্চারাইজ করুন: দিনে দুবার মুখ পরিষ্কার করুন এবং ময়শ্চারাইজার লাগান।
  • পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার: এগুলো স
  • স্বাস্থ্যকর খাবার:স্বাস্থ্যকর খাবার দাবার ত্বকে উজ্জ্বল এবং হালতে রাখবে সহায়তা করে যার কারণে ত্বকের মধ্যে ইনফেকশন হতে পারেনা এবং মুখের দাগ দূর হয়ে যায় । 

২। মুখের কালো দাগ দূর করতে চিকিৎসা পদ্ধতি:

কালো দাগ দূর করার জন্য এই সকল চিকিৎসা পদ্ধতি রয়েছে তবে এগুলো মুখে এপ্লাই করার আগে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন ।

১৫-দিনে-৫-কেজি-ওজন-কমানোর-উপায়

চিকিৎসা পদ্ধতি গুলো হল’… 

  • কেমিক্যাল পিলিং
  • লেজার থেরাপি
  • মাইক্রোডার্মাব্রেশন