চুল পড়া বন্ধে ১০০% কার্যকরী এলোভেরার ও ক্যাস্টর অয়েল হেয়ারপ্যাক

এলোভেরার ও ক্যাস্টর অয়েল হেয়ারপ্যাক

চুল আমাদের সৌন্দর্যের প্রতীক। নারী-পুরুষ নির্বিশেষে আমরা সবাই চুলের যত্ন নিতে  ভুল করিনা। কিন্তু তার পরেও আমরা চুলের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। যেমন চুল পাতলা হয়ে যাওয়া, ঝরেপড়া, বিবর্ণ হয়ে যাওয়া খুশকি ইত্যাদি।

 তাই এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে রেহাই দেয়ার একটি অত্যন্ত কার্যকরী উপাদান হচ্ছে অ্যালোভেরা। অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য যেমন গুরুত্বপূর্ণ। তেমনি মাথার স্ক্যাল্প এবং চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কারণ এতে রয়েছে  প্রচুর পরিমাণে ভিটামিন এ বি এবং সি। যা আমাদের  চুলে পুষ্টির যোগান দিতে অত্যন্ত কার্যকরী। তাই সুপ্রিয় বন্ধুরা আমরা চুলের সব ধরনের সমস্যার সমাধান নিয়ে এলোভেরার কিছু অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক নিয়ে  এই আলোচনাটি সাজিয়েছি। তাহলে চলুন দেখে নেয়া যাক চুলের সকল প্রকার সমস্যার সমাধানে এলোভেরার অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক।

অ্যালোভেরা কিঃ

 এলোভেরা হচ্ছে সবুজ পাতা সমৃদ্ধ এক ধরনের ভেষজ ঔষধি উদ্ভিদ। যা আমাদের ত্বক স্বাস্থ্য এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। কারণ এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদান। এলোভেরা পাতার ভেতরের জেল অর্থাৎ নরম পদার্থ টাই মূলত  ব্যবহৃত হয়।

এলোভেরার ও ক্যাস্টর অয়েল হেয়ারপ্যাক

 অ্যালোভেরা এবং ক্যাস্টর অয়েলঃ

 উপকরণঃ

 এক কাপ এলোভেরা জেল।

এলোভেরার ও ক্যাস্টর অয়েল হেয়ারপ্যাক

 3 থেকে 4 চা চামচ ক্যাস্টর অয়েল।

 পদ্ধতিঃ

 একটি পরিষ্কার বাটিতে উপকরণসমূহ পরিমাপ মত নিয়ে ভালোভাবে মিশিয়ে এলোভেরার কার্যকরী হেয়ার প্যাক তৈরি করে নিন।

 এরপর রাতে শোবার পূর্বে হেয়ার প্যাকটি আপনার মাথার ত্বকে ভালোভাবে 15 থেকে 20 মিনিট ম্যাসাজ করে লাগিয়ে দিন।

 এরপর পরিস্কার কোন কাপড় দিয়ে চুল সমেত মাথা পেচিয়ে সম্পূর্ণভাবে বেঁধে নিন এবং সকালে পরিষ্কার জল দিয়ে মাথা শ্যাম্পু করে নিন।

এলোভেরার ও ক্যাস্টর অয়েল হেয়ারপ্যাক

ঘরে বসে চুল লম্বা করার উপায়

 উপকারিতাঃ

এই কেয়ার প্যাকটি আপনার চুল পড়া কমাতে এবং চুল গজাতে সাহায্য করবে।

 মাথার ত্বকে ময়েশ্চারাইজ করে রাখে বলে এতে খুশকি সম্পূর্ণরূপে দূর হবে।

 চুলের গোড়া মজবুত করে চুল পড়ে যাওয়া রোধ করবে।