তৈলাক্ত ত্বকের দাগ দূর করার উপায়

তৈলাক্ত ত্বকের দাগ দূর করার উপায়

তৈলাক্ত ত্বকের অধিকারীরা সবসময় সাধারণত কমন যে প্রবলেমগুলোর মধ্য দিয়ে যায় সেগুলো হচ্ছে ত্বকের মধ্যে ব্রণ হওয়া , ব্রণ থেকে দাগের সৃষ্টি হওয়া এবং যেকোনো কিছু মুখে অর্থাৎ মেকআপ করলে সেটা ঠিকমত বসাতে না পারা এবং ত্বক নিয়ে সারাক্ষণই প্যারায় থাকা। 

যাদের তৈলাক্ত ত্বক রয়েছে তারা চাইলেই ত্বকের এই তৈলাক্তভাব ও দাগ থেকে মুক্তি পেতে পারেন । তবে তার জন্য একটু সময় আপনাকে দিতেই হবে । 

কি সময় দিতে রাজি তো ? 

চলুন আপনাদের সাথে ছোট্ট একটি রেমেডি শেয়ার করছি , এই রেমিডিটি যদি আপনি এপ্লাই করেন তাহলে ত্বক হতে সব ধরনের অয়েল রিডিউস হয়ে যাবে এবং আপনি ত্বক নিয়ে খুব বেশি কমফোর্ট থাকবেন আর ত্বক থাকবে ক্লিন । 

চলুন রেমেডিটি কিভাবে তৈরি ও ব্যবহার করবেন তা দেখে নিই।   

রেমেডিটি তৈরির উপকরণঃ  

ত্বক-ফর্সা-করতে-হলুদ

আধা চামচ হলুদ গুড়া 

২ চামচ চালের গুড়া ও 

ত্বক ফর্সা করতে দুধ

৪ চামচ দুধ । 

রেমেডিটি তৈরি ও ব্যবহারের নিয়মঃ  

১ টি বাটি নিয়ে এরমধ্যে সব উপাদান নিয়ে মিশিয়ে নিন । 

এবার সব উপাদান মিশে আসার পর ১টি এপ্লাই ব্রাশ নিয়ে মুখে এপ্লাই করে নিন ।  

এপ্লাই করে ২০ মিনিট অপেক্ষা করুণ ।  

মুখ-ধুয়ে-নিন

২০ মিনিট পর মুখ ধুয়ে নিন ।  

নোটঃ 

১। এই রেমেডিটি আপনারা একদিন পরপর ব্যবহার করতে পারবেন ।