শরীরের কালো দাগ দূর করার সহজ উপায়

শরীরের কালো দাগ দূর করার সহজ উপায়

আমরা মুখের মত শরীরের যত্ন না নেওয়াই শরীরের বিভিন্ন অংশে কালো দাগের সৃষ্টি হয় , তাই আমাদের প্রত্যেকের উচিত শরীরের সঠিক যত্ন নেওয়া যেন শরীরে কালো দাগ তৈরি হতে না পারে । 

শরীরের যত্ন না নেওয়ায় যে কালো দাগের সৃষ্টি হয় তা দূর করার জন্য আপনাদের খুব সহজ এবং সিম্পল একটি রেমেডি শেয়ার করছি যেটি শরীরের সব ধরনের কালো দাগ দূর করবে ।

শরীর ফর্সা করার উপায়

চলুন দেখে নিই কিভাবে এই কার্যকরি রেমেডি বানাতে হবে। 

এই রেমেডিটি ২টি স্টেপে ব্যবহার করতে হবে ।  

স্টেপ-1ঃম্যাসাজ

যে যে উপকরণ লাগবেঃ   

২ চামচ চিনি ও 

হাফ কাপ কাঁচা তরল দুধ 

তৈরি ও ব্যবহারঃ  

ম্যাসাজার তৈরি করার জন্য একটি বাটিতে ২ চামচ চিনি নিয়ে নিন।

এরসাথে হাফ কাপ কাঁচা তরল দুধ নিয়ে ভালভাবে মিশিয়ে নিন ।

উপাদান দুটি মিশে এলে মিশ্রণটি নিয়ে আপনার শরীরের যে অংশে কালো দাগ আছে সে অংশে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট ম্যাসাজ করুন ।  

এরপর শুকনো কাপড় নিয়ে মুছে ফেলুন ।  

স্টেপ -2ঃ প্যাক এপ্লাই

যে যে উপকরণ লাগবেঃ  

ত্বক-ফর্সা-করতে-বীটরোট

হাফ কাপ বীটরুট জুস 

২ চামচ ময়দা ও 

অল্প পরিমাণে দুধ 

তৈরি ও ব্যবহারঃ  

এই রেমেডিটি তৈরি করার জন্য একটি পরিস্কার বাটিতে হাফ কাপ বীটরুট জুস নিয়ে নিন । 

এরপর এরসাথে ২ চামচ ময়দা নিয়ে নিন । 

এরপর অল্প পরিমাণে দুধ দিয়ে ভাল করে মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন । 

পেষ্টটি তৈরি হয়ে এলে এটি হাতের সাহায্য শরীরের কালো অংশে লাগিয়ে নিন ।

লাগিয়ে নেওয়ার পর ২০ মিনিট রেখে দিন। 

২০ মিনিট পর শরীর ভালভাবে ধুয়ে নিন । 

উপকারিতাঃ 

চিনিঃ 

চিনি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দূর্দান্ত কাজ করে।

কাঁচা তরল দুধঃ

কাঁচা তরল দুধ দ্রুত সময়ে আপনার ত্বককে সম্পূর্ণ ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে।

ফেসিয়াল যা ১ বার করলেই দারুন ফর্সা উজ্জ্বল ত্বক পাবেন

বীটরুটঃ 

ত্বককে ফর্সা করে ত্বকের সৌন্দর্য বাড়াতে বীটরুট দারুণ উপকারী। 

ময়দাঃ 

চালের গুঁড়ার উপকারিতা ও ব্যবহার জেনে নিন

ময়দা ত্বকের সৌন্দর্য বাড়ায় ও তৈলাক্ত ভাব দূর করে ।