প্রতিদিন রূপচর্চায় হলুদ গুঁড়ার ফেসপ্যাক

হলুদ গুঁড়ার ফেসপ্যাক

যখন রূপচর্চায় আধুনিকতার ছোঁয়া পড়েনি তখনও মানুষ রূপচর্চার জন্য ব্যবহার করেছে হলুদ । তাই অনায়াসে বলা যায় হলুদ দিয়ে রূপচর্চা চল শুরু হয় আদিকাল থেকে । আর যুগের পর যুগ পার হলেও রূপচর্চায় হলুদের কদর কমেনি এতটুকু । আজও নারীরা তাদের রূপের সঙ্গী করে রেখেছে হলুদকে ।  

হলুদ দিয়ে রূপচর্চা করলে ত্বক হতে কালো দাগ চলে যায় এবং ত্বক ব্রাইট হতে থাকে ।  

আজ আমি আপনাদের হলুদের এমন একটি ফেসপ্যাক শেয়ার করছি এর সাহায্যে আপনারা হলুদ দিয়ে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই রূপচর্চা করতে পারবেন ।    

চলুন হলুদের ফেসপ্যাকটি তৈরি করার নিয়ম জেনে নিই ।   

হলুদ গুঁড়ার ফেসপ্যাক তৈরির উপাদান 

ত্বক-ফর্সা-করতে-হলুদ

১/২ চামচ হলুদ গুঁড়া

২ চামচ টকদই 

১ টি ভিটামিন ই ও 

গোলাপ জলের-উপকারিতা

পরিমাণমত গোলাপজল 

হলুদ গুঁড়ার ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করার উপায়ঃ  

১টি বাটি নিয়ে এর মধ্যে টকদই ,হলুদ গুড়া,১ টি ভিটামিন ই ও পরিমাণমত গোলাপজল দিয়ে মিশিয়ে নিন । 

কাঁচা হলুদের ফেসমাস্ক

এরপর ১ টি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করে ২০ মিনিট অপেক্ষা করুণ ।

এরপর মুখ খুব ভালভাবে ধুয়ে ফেলুন ।  

নোটঃ 

১। এই প্যাকটি ব্যবহার করার আগে ত্বক ভালকরে ক্লিন করে নিবেন । 

ত্বকের দাগ দূর করার উপায়

২। এই প্যাক সপ্তাহে ৩ দিন করে ব্যবহার করবেন ।