৩ দিনে ত্বকের ব্রণ ও ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা করতে চালের গুড়ার ফেসপ্যাক

ত্বককে দ্রুত সময়ে উজ্জ্বল ফর্সা এবং টানটান করে তুলতে চালের গুঁড়া এবং বেসনের ফেইসপ্যাকটি অত্যন্ত কার্যকরী। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য এই ফেসপ্যাকটি খুবই উপকারী হবে। কারণ এটি ত্বকের তৈলাক্তভাব দূর করে ত্বককে অতিমাত্রই ফর্সা করে তুলবে।

ত্বকের তৈলাক্ততা দূর করার সাথে সাথে এটি ত্বকের ব্রণ ও ব্রণের দাগ দূর করে দিবে ।

চলুন চাঁলের গুঁড়া এবং বেসনের ফেইসপ্যাকটি তৈরি করে নিই।

চাঁলের গুঁড়া এবং বেসনের ফেইসপ্যাকঃ

ব্যবহৃত উপাদানঃ

  • ২ চামচ চালের গুঁড়া।
  • ১ চামচ বেসন।  
  • ১ চামচ এলোভেরা জেল।
  • আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
  • পরিমান মত কাঁচা তরল দুধ।

চালের গুড়ার ফেসপ্যাক তৈরির প্রক্রিয়াঃ

একটি পরিষ্কার পাত্রে উপরে উল্লেখিত সবগুলো উপাদান পরিমাণমতো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত কার্যকরী চালের গুড়ার ফেসপ্যাকটি।  

চালের গুড়ার ফেসপ্যাকটি ত্বকে ব্যবহার প্রক্রিয়াঃ

  •  প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
  •  মুখের ব্রাশ অথবা তুলার সাহায্যে সম্পূর্ণ মুখে ফেসপ্যাকটি লাগিয়ে নিন।
  •  ৩ থেকে ৫ মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন।
  • এরপর ২০ থেকে ২৫ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন।
  • সম্পূর্ণ শুকিয়ে গেলে প্রথমে কুসুম গরম জলে সুতির কাপড় ভিজিয়ে ঘষে ঘষে ফেসপ্যাকেটি তুলে নিন।
  • সবশেষে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

ফেসপ্যাকটি ত্বকে কাজ করার কারণঃ  

বেসনঃ

বেসন আমাদের ত্বককে অতি দ্রুত সময়ে টানটান, উজ্জ্বল এবং ফর্সা করে তোলে।

চালের গুঁড়াঃ

চালের গুঁড়াতে বিদ্যমান বিভিন্ন প্রাকৃতিক গুণাগুণের জন্য রূপচর্চায় বহুকাল থেকে চালের গুঁড়া ব্যবহৃত হয়ে আসছে। 

এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে ন্যারিশ করে ব্রণ দূর করে ত্বককে গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা করে তোলে।

হলুদ গুড়াঃ

এই প্যাকটিতে আমি হলুদ গুড়া ব্যবহার করেছি কারণ হলুদ গুড়া আমাদের ত্বক হতে রোদে পুড়াকালো দাগ ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তু্লে। 

আর হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

দুধঃ   

দুধের মধ্যে ল্যাকটিক এসিড আছে যা আমাদের ত্বক থেকে ভিবিন্ন ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।