ত্বকের সম্পূর্ণ দাগ দূর করে অতিমাত্রায় ফর্সা হতে রাতে এই ফেসপ্যাকগুলো ব্যবহার করুন

ত্বকের সম্পূর্ণ দাগ দূর করে অতিমাত্রায় ফর্সা হতে রাতে এই ফেসপ্যাকগুলো ব্যবহার করুন

দাগহীন উজ্জ্বল এবং  অতিমাত্রায় ফর্সা ত্বক আমাদের সকলেরই প্রত্যাশিত। নারী-পুরুষ নির্বিশেষে বর্তমান সময়ে ত্বকের যত্নে উজ্জল এবং ফর্সা ত্বক পেতে বিভিন্ন ধরনের রূপচর্চার আশ্রয় নিচ্ছেন।

অনেকেই আবার বিভিন্ন কেমিক্যালযুক্ত নকল প্রসাধনী ব্যবহার করে নিজেদের ত্বককে আরও বিবর্ণ এবং মলিন করে তুলেছেন ।

আমাদের মধ্যে অনেকেই আবার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দাগ দূর করে উজ্জ্বল এবং ফর্সা ত্বক প্রাপ্তির উপায় খুঁজছেন।  তাই বাজারের নকল প্রসাধনী সমূহ বাদ দিয়ে সম্পূর্ণ ঘরে বসে কিছু ফেসপ্যাক ব্যবহারের মাধ্যমে হয়ে উঠুন অতিমাত্রায় ফর্সা এবং উজ্জ্বল ত্বকের অধিকারী ।

রোদে পোড়া দাগ দূর করতে এলোভেরা গুরুত্ব

হ্যাঁ বন্ধুরা এই আলোচনাটি সাজিয়েছি এমন কিছু প্রাকৃতিক উপাদানে তৈরি ফেসপ্যাক নিয়ে যা ব্যবহারে আপনার ত্বক সম্পূর্ণ দাগ মুক্ত এবং অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে খুব দ্রুত সময়ে।

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দাগমুক্ত উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে রাতে ব্যবহারের জন্য অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক।

দাগ মুক্ত ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে রাতে এই ফেসপ্যাক গুলো ব্যবহার করুনঃ

এলোভেরা এবং কাঁচা হলুদের ফেসপ্যাকঃ

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ  

একটি পরিষ্কার পাত্রে ২ চামচ অ্যালোভেরার জেল,

আধা চা-চামচ কাঁচা হলুদ বাটা এবং

এক চা চামচ মধু মিশিয়ে তৈরি করে নিন অ্যালোভেরার ফেসপ্যাকটি।

রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মিশ্রণটি সম্পূর্ণ মুখে তুলা বা মুখের ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন।

তিন থেকে পাঁচ মিনিট ত্বকের ওপর ভালভাবে মাসাজ করুন।

ত্বকের জন্য হলুদের অসাধারণ সাতটি উপকারিতা

এরপর মিশ্রণটি শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতাঃ

  • ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করবে।
  • ত্বকের মৃত কোষ সমূহ দূর করে নতুন কোষ জন্মাতে সাহায্য করবে।
মুখের-কালো-দাগ-ও-গর্ত-দূর-করার-উপায়
  • ত্বকে বিভিন্ন ধরনের দাগ  যেমন বলিরেখা , কালো ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ ইত্যাদি দূর করবে।
  • ত্বক কে গভীর থেকে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে।
  • দ্রুত সময়ে দাগহীন এবং অতিমাত্রায় ফর্সা ত্বক পেতে নিয়মিত  অ্যালোভেরার এই ফেসপ্যাকটি রাতে ব্যবহার করুন।

আলমন্ড এর ফেসপ্যাকঃ

দ্রুত সময়ে দাগ দূর করে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা হওয়ার জন্য আলমন্ড এর ফেসপ্যাকটি  অত্যন্ত কার্যকরী।  

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

মুলতানি মাটি দিয়ে মাত্র দিয়ে মাত্র ৪ মিনিটে ত্বক ফর্সা করার উপায়

আধা কাপ বাদাম প্রথমে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন।

এরপর বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিন।

এবার বাদামের পেস্ট একটি পরিষ্কার পাত্রে নিয়ে তাতে এক চা-চামচ চন্দন পাউডার এবং 1 চা-চামচ অপরিশোধিত দুধ, আধা চা-চামচ লেবুর রস ভালোভাবে গুলিয়ে তৈরি করে নিন আলমন্ডের ফেসপ্যাকটি।

রাতে শোবার পূর্বে মুখ পরিষ্কার করে নিন।

আমন্ডের ফেইসপ্যাকটি  তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে আলতোভাবে স্ক্রাব করে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন।

মুখের কালো দাগ সরানোর উপায়

এরপর ২০ মিনিট শুকানোর জন্য সময় দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

আরো উপকারিতাঃ

  • ত্বকের সম্পূর্ণ দাগ দূর করবে।
  • ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
  • মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।
  • দ্রুত সময়ে ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
  • ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করবে।

নোটঃ

দ্রুত সময়ে দাগহীন,  উজ্জ্বল ফর্সা ত্বকের জন্য ফেসপ্যাক গুলো সপ্তাহে অন্তত তিন থেকে চার বার ব্যবহার করুন।

ত্বককে-উজ্জ্বল-হলুদের-ফেইসপ্যাক

দাগহীন এবং উজ্জ্বল ফর্সা ত্বকের জন্য উপরে উল্লেখিত ফেসপ্যাক গুলো অত্যন্ত কার্যকরী। আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে রাতে এই সকল ফেসপ্যাক ব্যবহার করুন। হয়ে উঠুন দাগহীন উজ্জ্বল এবং ফর্সা ত্বকের অধিকারী।