মেছতা থেকে মুক্তি এবং অতি সহজ ঘরোয়া উপায়ে দূর করুণ মেছতার দাগ।

সহজ ঘরোয়া উপায়ে দূর করুণ মেছতার দাগ।

গরমকাল প্রায় চলে এসেছে । গরম কালে আমাদের ত্বক রোদে পুড়ে যায় এবং ত্বক অতিরিক্ত ঘেমে তেলতেলে হয়ে যায় । আর এই তেলতেলে ত্বকে ধুলো ময়লা আটকে গিয়ে ব্রণ, কালো দাগ এবং মেছতার  মত সমস্যা দেখা দেয় । আর গরমে ত্বককে মেছতা সহ সব রকম সমস্যা থেকে ত্বককে মুক্ত রাখতে আজ আমি আপনাদের সাথে একটি স্পেশাল রেমেড়ি শেয়ার করব।  এই রেমেড়িটির মাধ্যমে  মাত্র ৭দিনে মেছতা থেকে মুক্তি পাবেন  এবং অতি সহজ ঘরোয়া উপায়ে দূর করুণ মেছতার দাগ।

চলুন রেমেড়িটি তৈরি করে নিই।  এই রেমেড়িটি বানানোর জন্য একটি বাটিতে 

২ চামচ চন্দন গুড়া নিন। 

সহজ ঘরোয়া উপায়ে দূর করুণ মেছতার দাগ।

প্রাচিনকাল থেকে রূপচর্চার জন্য চন্দন গুড়া ব্যবহৃত হয়ে আসছে।

গরমের ফলে ত্বকে যে সকল সমস্যার সৃষ্টি হয় চন্দন গুড়া ত্বক হতে এসকল

সমস্যাকে দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলে ।

 এরসাথে এড করব

২ চামচ বেসন

আমাদের ত্বকের মধ্যে সারা দিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে দূর করে ত্বককে

খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে । 

এরসাথে আরো এড করব 

১ চামচ মধু

মধুর অ্যান্টি

ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য জীবাণুর হাত থেকে ত্বককে

রক্ষা করে। 

সবশেষে স্মোথ পেষ্ট বানিয়ে নেবার জন্য এর  ১/২ কাপ আলুর রস এড করে এদেরকে মিশিয়ে নিন। 

আলুর মধ্যে থাকে

প্রাকৃতিক ব্লিচিং প্রোপার্টি যা আমাদের ত্বক হতে মেছতা সহ সব ধরণের দাগ-ছোপকে

ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে।    

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।

এবার এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে চেহারায়  লাগিয়ে নিন।  আপনারা গরমকালে ত্বকের সৌন্দর্যকে ধরে রাখার জন্য এই প্যাকটিকে নিয়মিত ব্যবহার করতে পারেন

সহজ ঘরোয়া উপায়ে দূর করুণ মেছতার দাগ।

    

প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ। ২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।   

বন্ধুরা আপনারা তো different দেখতেই পাচ্ছেন, এই প্যাকটি ব্যবহার করার পর আমার স্কিন আগের চেয়ে কতটা গ্লো করছে । এর সাথে সাথে ত্বক  নরম ও ক্লিন হয়ে উঠেছে। lighten ও spotless clean skin পাবার জন্য  এই প্যাকটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করুণ।